Home Featured Congress: বিধায়কদের ৪০ কোটি টাকার টোপ দিচ্ছে গেরুয়া শিবির! বিস্ফোরক দাবি কংগ্রেস নেতার

Congress: বিধায়কদের ৪০ কোটি টাকার টোপ দিচ্ছে গেরুয়া শিবির! বিস্ফোরক দাবি কংগ্রেস নেতার

by Anamika Nandi
Congress: বিধায়কদের ৪০ কোটি টাকার টোপ দিচ্ছে গেরুয়া শিবির! বিস্ফোরক দাবি কংগ্রেস নেতার

মহানগর ডেস্ক: মহারাষ্ট্রের পর এবার গোয়ার দিকে নজর পড়েছে বিজেপির (BJP)। কংগ্রেস (Goa Congress) বিধায়কদের দলবদলের টোপ দেওয়ার অভিযোগে কাঠগড়ায় ভারতীয় জনতা পার্টি। প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি গিরীশ চডঙ্করের কথায়, শিল্পপতি ও কয়লা মাফিয়াদের দিয়ে বিধায়কদের ফোন করানো হচ্ছে। ৪০ কোটি টাকার প্রস্তাব দিচ্ছে গেরুয়া শিবির।

এই মুহূর্তে গোয়ায় বিজেপির সরকার থাকলেও বিধানসভায় নিজেরদের শক্তি আরও বাড়াতে মরিয়া হয়ে উঠেছে দল। তাই কংগ্রেসের বিধায়কদের নিজেদের দলে ভেড়াতে চাইছে তারা। হাত শিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে, দলের অন্দরে থেকে বিজেপির সঙ্গে কাজ করে চলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগম্বর কামাত এবং গোয়া বিধানসভার বিরোধী দলনেতা মাইকেল লোবো।

আরও পড়ুন, সলমান-শাহরুখের নতুন প্রতিবেশী রণবীর, বাড়ির দাম জানলে চোখ কপালে উঠবে

গিরীশ চডঙ্কর জানিয়েছেন, দলের মধ্যে থেকে প্রথম থেকেই বিজেপিতে যোগ দেওয়ার পরিকল্পনা করে চলেছেন কামাত এবং লোবো। পরিস্থিতি সামাল দিতে মুকুল ওয়াসনিককে গোয়ায় পাঠিয়েছেন সনিয়া গান্ধী। রবিবার বৈঠকের ডাক দিয়েছিলেন এআইসিসির সাধারণ সম্পাদক দীনেশ গুণ্ডুরাও। যেখানে উপস্থিত ছিলেন মাত্র ৬ জন। তাঁদের সঙ্গে কথা হয়েছে। কংগ্রেসের বক্তব্য, অন্তত ৬ জন বিধায়কের দলত্যাগ আটকানো গিয়েছে। কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী সহ ছ’জন কংগ্রেস বিধায়ক বিজেপিতে যোগদান নিয়ে জল্পনা রয়ে গিয়েছে।

ভোটের আগে যেই বিধায়করা মন্দির, মসজিদে গিয়ে শপথ নিয়েছিলেন যে ভোটের পর তাঁরা দলবদল করবেন না, আজ তাঁদেরই দলত্যাগের সম্ভাবনা বেশি। দলীয় সূত্রে, এই গোটা ঘটনায় মূল চক্রী দিগম্বর কামাত। যিনি একসময় গোয়া কংগ্রেসের সবথেকে খারাপ মুহূর্তেও দলের সঙ্গে ছিলেন। যেখানে দল ক্ষমতায় ফিরলে তিনি মুখ্যমন্ত্রী পদের দাবেদার হতে পারতেন, সেখানে তাঁর দলবদল নিয়ে প্রশ্ন উঠছে। জবাব খোঁজার চেষ্টা করছে হাত শিবির। এদিকে জানা গিয়েছে, ষড়যন্ত্রে যুক্ত থাকার কারণে বিরোধী দলনেতার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে লোবোকে। অন্যদিকে সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে বিজেপি।

You may also like