Home Featured BJP: নিয়োগ দুর্নীতি ইস্যুতে সোমবার সংসদে ধর্নায় বসছে বিজেপি

BJP: নিয়োগ দুর্নীতি ইস্যুতে সোমবার সংসদে ধর্নায় বসছে বিজেপি

by Anamika Nandi
BJP: নিয়োগ দুর্নীতি ইস্যুতে সোমবার সংসদে ধর্নায় বসছে বিজেপি

মহানগর ডেস্ক: সোমবার সংসদ চত্বরে গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় বসবেন ভারতীয় জনতা পার্টির সাংসদরা (BJP)। সূত্র অনুযায়ী, সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) নেতৃত্বে এই ধর্নায় অংশ নেবেন পশ্চিমবঙ্গের বিজেপির উভয় কক্ষের সাংসদরা। আগামীকাল সকাল ১১ টা থেকে ১২টার মধ্যে ধর্না প্রদর্শন করবেন তাঁরা। মূলত শিক্ষক নিয়োগ দুর্নীতি ইস্যুতে এদিন বিক্ষোভ দেখাবেন লকেট চট্টোপাধ্যায়, দিলীপ ঘোষ, জগন্নাথ সরকার সহ অন্যান্য সাংসদরা।

বাদল অধিবেশনের শুরু থেকেই বিভিন্ন ইস্যুতে সরব হয়েছে বিরোধী শিবির। এবার নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে সুর চরাতে ধর্নায় বসবেন বিজেপির সাংসদরা। বারবারই এই ইস্যুতে বাংলার শাসকদলের বিরুদ্ধে সরব হয়েছে বঙ্গ বিজেপি। এমনকি প্রতিবাদ দেখাতে গিয়ে গতকাল পুলিশের হাতে আটক হয়েছেন সুকান্ত মজুমদার। এবার সেই মর্মেই সংসদে প্রতিবাদ কর্মসূচি বিজেপির। প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ, ‘সাংবাদিক বৈঠকে বলেছেন পার্লামেন্ট কী বিজেপির পৈতৃক সম্পত্তি? যে ওনারা যখন তখন ধর্না দেবেন, বিরোধীরা তা করলেই দোষ!’

সম্প্রতি পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে ৫০ কোটি টাকারও বেশি উদ্ধার করা হয়েছে।খবর জানাজানি হতেই শোরগোল পড়ে গিয়েছে রাজ্য এবং জাতীয় রাজনীতিতে। নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে এই ঘটনা প্রকাশ্যে আসতেই বাংলার শাসকদলের বিরুদ্ধে তোপ দেগেছে বিজেপি। এমনকি এর বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় নেমেছে বামেরাও। এবার তাই নিয়ে আগামীকাল হাওয়া গরম হবে সংসদের।

You may also like