মহানগর ডেস্ক: অনুষ্ঠানে এসে পড়েছেন মন্ত্রী ( Karnataka BJP Minister)। যে সময় তাঁর আসার কথা ছিল, তার চেয়ে দু ঘণ্টা পরে এসেছেন তিনি। মঞ্চে একটা ব্যস্ততার ভাব। মন্ত্রী এসে পড়েছেন জমির পাট্টা বিলি করতে। একশো পঁচাত্তরজনকে দেওয়া হচ্ছে জমির পাট্টা (Distribution Of Land)। নাম ধরে ধরে ঘোষণার পরেই তুলে দেওয়া হচ্ছে পাট্টা। কিন্তু এক মহিলা তালিকায় নাম না থাকায় রীতিমতো ক্ষুব্ধ হয়ে ওঠেন। তিনি ক্ষোভ জানাতে মন্ত্রী কাছ যেতেই মন্ত্রী কষিয়ে এক থাপ্পড় মারলেন মহিলাকে ( Karnataka BJP Minister Slapped On Woman))। কিন্তু তাতেও দমলেন না ওই মহিলা। সোজা গিয়ে পড়লেন তাঁর পায়ে।
বিজেপি শাসিত কর্ণাটকে একটি জমি বিতরণ অনুষ্ঠানে দেখা গেল এমনই এক অস্বস্তিকর দৃশ্য। রাজ্যের পরিকাঠামো উন্নয়নমন্ত্রী ভি সোমান্না মহিলার কথায় মেজাজ হারিয়ে ফেলে তাঁকে জোরে থাপ্পড় কষিয়ে দেন। তবে পরে অবশ্য থাপ্পড় মারার জন্য ক্ষমাও চেয়ে নেন ওই মহিলার কাছে। গোটা ঘটনাটি ভিডিওয় তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। তবে কর্ণাটকে মহিলাদের মন্ত্রী, নেতাদের নিগ্রহ করার ঘটনা নতুন নয়। এর আগে গত সেপ্টেম্বরের প্রথম দিকে বিজেপি বিধায়ক অরবিন্দ লিম্বাভালি সম্পত্তি বিবাদে এক মহিলাকে অভব্য আচরণ করেন। নিগ্রহও করা হয় তাঁকে।
সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর বিতর্কে জড়ান ওই বিধায়ক। তারও আগে অবশ্য মহিলা নন। একটি কলেজের প্রিন্সিপালকে চড় মারার ঘটনায় বিতর্কে জড়িয়ে পড়েন জনতা দল সেকুলারের এক নেতা। কলেজের কম্পিউটর বিভাগে কী কী উন্নতি হয়েছে, তা নিয়ে জিজ্ঞেস করায় ঠিকঠাক উত্তর দিতে না পারায় ওই কলেজের প্রিন্সিপালকে থাপ্পড় মারেন ওই নেতা। তা নিয়েও বিতর্ক তৈরি হয়।