মহানগর ডেস্ক: বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট যুদ্ধের দামামা বাজবে। তার আগে শাসক থেকে বিরোধীরা জোর কদমে জনসংযোগে নেমে পড়েছে। এবার বাঁকুড়ার বিজেপি বিধায়ক সাইকেল চড়ে বাড়ি বাড়ি যাচ্ছেন প্রচারে আর সাক্ষাতের পর প্রত্যেকের হাতে ধরিয়ে দিচ্ছেন একটি ডায়েরি। এভাবেই জনসংযোগের অভিনব উদ্যোগ নিয়েছেন বাঁকুড়ার পদ্ম বিধায়ক নীলাদ্রিশেখর দানা। এই পথ বেছে নিয়েছেন। এর আগে তিনি চপ ভেজেছিলেন, ধানখেতে নেমে চাষের কাজে হাত লাগিয়েছিলেন। এবার ডায়েরি বিলি করলেন।
এবার সেই ডায়েরি নিয়ে ডেলোর ডায়েরির মতোই সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। কিন্তু কেন? কি এমন আছে এই ডায়েরিতে? মূলত বিজেপি বিধায়ক এই ডায়েরিতে রাজ্য সরকারের বিরুদ্ধে ওঠা নানান দুর্নীতির অভিযোগ লিপিবদ্ধ করে সাইকেল চেপে বাড়ি বাড়ি বিলি করতে শুরু করেছেন। এমনকি রাজ্য সরকারের প্রকল্পের দুর্নীতি, স্বজনপোষণের অভিযোগ সেই ডায়েরিতে লিখে বিধায়কের কাছে জমা দেওয়ার কথা জানিয়েছেন। যা সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পাঠিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বয়ং বিধায়ক। যদিও এই অভিনব প্রচারকে বিধায়কের নাটকীয়তা বলে মন্তব্য করেছে তৃণমূল কংগ্রেস।
ঠিক কী বক্তব্য তৃণমূল কংগ্রেসের? এই প্রচারে বিশেষ পাত্তা দিতে নারাজ তৃণমূল। তবে এই নিয়ে পাল্টা কটাক্ষ ছুড়তে ভোলেনি ঘাসফুল শিবির। এই বিষয়ে বাঁকুড়ায় তৃণমূল কংগ্রেসের সহ–সভাপতি শিবাজী বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বিজেপি বিধায়ক নাটক করছেন। ওই ডায়েরিতে মানুষ তৃণমূল কংগ্রেসের উন্নয়নের কথা লিখবেন।’