মহানগর ডেস্ক: প্রায় এক সপ্তাহের মহানাটকের পর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে বসেছেন একনাথ শিণ্ডে। উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ। এবার মহারাষ্ট্রের নতুন স্পিকার (Maharashtra Speaker) নির্বাচিত হয়েছেন বিজেপির রাহুল নরবেকর (Rahul Narvekar)। পেয়েছেন ১৬৪টি ভোট। ১০৭ ভোটে পরাজিত হয়েছেন মহা বিকাশ আঘাডীর প্রার্থী রঞ্জন সালভি। মহারাষ্ট্র বিধানসভায় উঠল ‘জয় শ্রীরাম’, ‘জয় ভবানী’ ধ্বনি।
এখনও পর্যন্ত একটা ধাক্কা সামলে উঠতে পারেনি উদ্ধব শিবির। এর মধ্যে স্পিকার নির্বাচনে বিজেপির কাছে হারতে হল MVA-কে। নির্বাচনে জিততে প্রয়োজন ছিল ১৪৫ ভোটের। সেখানে ১৬৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন বিজেপি বিধায়ক রাহুল নরবেকর। রবিবার স্পিকার নির্বাচনের জন্য ভোটাভুটি হয় মহারাষ্ট্র বিধানসভায়। যেখানে বিরত ছিল সমাজবাদী পার্টি। এমনকি আসাদ উদ্দিন ওয়েসির দলের দুই বিধায়কও ভোট দানে বিরত থাকেন। নির্বাচনে জয়ী হওয়ার পর নরবেকরকে স্পিকারের আসনে বসান ফড়ণবীশ সহ অন্যান্য শীর্ষ নেতৃত্বরা।
আরও পড়ুন: পাঁচিল টপকে মুখ্যমন্ত্রীর বাড়িতে অজ্ঞাত পরিচয়ের ব্যাক্তি,নিরাপত্তা কোথায়?উঠছে প্রশ্ন
৪৫ বছর বয়সী এই বিজেপি বিধায়ক মুম্বইয়ের কোলবা বিধানসভা থেকে জয়ী হয়েছেন। এর আগে শিবসেনা ও এনসিপির সঙ্গে কাজ করেছেন তিনি। এনসিপি নেতা, রামরাজে নায়েক নিম্বলকরের জামাই নরবেকর। ২০১৪-তে দল ছাড়ার আগে তিনি শিবসেনার যুব শাখার মুখপাত্র ছিলেন। এরপর সেনার সঙ্গ ছেড়ে শরদ পাওয়ারের এনসিপি-তে যোগদান করেন। অবশেষে ২০১৯-এর বিধানসভা ভোটের আগে গেরুয়া শিবিরে যোগ দেন। এদিন প্রত্যাশামতোই শিবসেনাকে হারিয়ে মহারাষ্ট্রের স্পিকার নির্বাচনে জয় পেয়েছে বিজেপি। কংগ্রেস ও এনসিপির সমর্থন থাকলেও ভারতীয় জনতা পার্টিকে হারাতে পারেনি ঠাকরে শিবির।