মহানগর ডেস্কঃ গুজরাতে চলছে বিধানসভা ভোট। আর তারই মাঝে গেরুয়া শিবির শুরু করে দিল ২০২৪ এর লোকসভা ভোটের প্রস্তুতি। ডিসেম্বরের ৫ এবং ৬ তারিখ দলের কোর কমিটির সঙ্গে বৈঠক করবেন দলের সর্ব ভারতীয় সভাপতি জে পি নাড্ডা। সূত্রের খবর, দিল্লিতে পার্টির সদর দফতরে হওয়া বৈঠকে রাজ্য ধরে ধরে বিশ্লেষণ করবেন জেপি নাড্ডা এবং অমিত শাহ। ওই বৈঠকেই ঠিক করা হবে কোন কোন রাজ্যের দায়িত্ব কাকে কাকে দেওয়া হবে।
পাশাপাশি আগামী বছর, ভারতের সভাপতিত্বে হবে G-20 ভুক্ত দেশগুলির সম্মেলন। ভারতের কোন শহরে এই সম্মেলন হবে সরকারি ভাবে তা এখনও ঘোষণা করেনি নরেন্দ্র মোদী সরকার। পদ্ম শিবির সূত্রের খবর, ২০২৪ এর লোকসভা ভোটের প্রচারে এই সম্মেলনের সাফল্যকে বিরাট আকারে তুলে ধরা হবে। এছাড়াও নরেন্দ্র মোদী সরকারের অন্যান্য সাফল্যগুলিকে তুলে ধরা হবে। এছাড়াও নরেন্দ্র মোদী সরকারের অন্যান্য সাফল্যগুলিকে তুলে ধরে প্রচারের ঝড় তোলা হবে বলেও বিজেপি সূত্রের খবর।
বৃহস্পতিবার ছিল গুজরাতের প্রথম দফার ভোটগ্রহণ। এদিন ভোট পড়েছে প্রায় ৫৭ শতাংশ। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, আনুষ্ঠানিক ভাবে ভোটগ্রহণ প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত ভোট পড়েছে ৫৬.৮৮ শতাংশ। যা সাম্প্রতিক অতীতে সর্বনিম্ন বলে মনে করা হচ্ছে। এত কম ভোট পড়ায় শুরু হয়েছে ব্যাপক জল্পনা। মরবি ব্রিজ বিপর্যয় থেকে শুরু করে আম আদমি পার্টির ভোট কাটাকুটির মত বিষয়গুলি প্রশ্নচিহ্নের সম্মুখীন। ইতিমধ্যেই প্রথম পর্যায়ের ভোটের বুথ ফেরত সমীক্ষার কাটা ছেঁড়াও শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে।