Home Featured UP Bypolls: সপার আসনে ফুটেছে পদ্ম, চিন্তায় অখিলেশ

UP Bypolls: সপার আসনে ফুটেছে পদ্ম, চিন্তায় অখিলেশ

by Anamika Nandi
UP Bypolls: সপার আসনে ফুটেছে পদ্ম, চিন্তায় অখিলেশ

মহানগর ডেস্ক: আজমগড় এবং রামপুরে অনুষ্ঠিত উপনির্বাচনে (Bypolls) সমাজবাদী পার্টি (Samajwadi Party) থেকে দুটি আসন ছিনিয়ে নিয়েছে বিজেপি (BJP)। আজমগড়ে সপা প্রার্থী ধর্মেন্দ্র যাদবের বিরুদ্ধে ৮,৬৭৯ ভোটে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী দীনেশ লাল যাদব। অন্যদিকে রামপুর আসনে ঘনশ্যাম লোধি জয়ী হয়েছেন ৪২ হাজারেরও বেশি ভোটে। আর এই দুটি কেন্দ্র ছিল সমাজবাদী পার্টির শক্ত ঘাঁটি। একদিকে ত্রিপুরেশ্বরী রাজ্যের চারটি আসনের মধ্যে তিনটিতেই জয়ী হয়েছে ভারতীয় জনতা পার্টি। সেখানে হাল খারাপ ঘাসফুল শিবিরের। অন্যদিকে সপার আসনে ফুটেছে পদ্ম ফুল।

রবিবার সকালে উপনির্বাচনের গণনা শুরু হয়। এরপরই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ভোটের ফলাফলকে ‘ঐতিহাসিক জয়’ বলে টুইট করেছেন। হিন্দিতে তিনি লেখেন, ‘উপনির্বাচনে আজমগড় সদর লোকসভা আসনে ঐতিহাসিক জয়লাভ করেছে প্রধানমন্ত্রীর ডবল ইঞ্জিন বিজেপি সরকার। এই জয় বিজেপির সমস্ত পরিশ্রমী সমর্থকদের উৎসর্গ করা হয়েছে। আজমগড়ের জনগণকে ধন্যবাদ’। বছরের শুরুতে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে সমাজবাদী পার্টি প্রধানের পদত্যাগের কারণে এই আসনে উপনির্বাচন প্রয়োজন ছিল। অন্যদিকে ২০২২-এর বিধানসভা নির্বাচনে রামপুর আসন থেকে বিধায়ক হন আজম খান। আর তাতে এই লোকসভার আসনটি খালি হয়। কিন্তু এটাও হাত থেকে খোয়াতে হয়েছে।

আরও পড়ুন: সুজিতের মাথায় ও শিরদাঁড়ায় ছিল গুরুতর চোট, বলছে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট

এদিন দুপুর গড়াতেই সপাকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছিলেন দুই বিজেপি প্রার্থী। শুরুতে অবশ্য আজমগড়ের সপা প্রার্থী বলেছিলেন, ‘সেখানকার মানুষ সবসময় তাঁকে সমর্থন করেছেন। গণনা দেরিতে চলছে, তাই প্রকৃত অবস্থা জানা যাচ্ছে না। শেষে দেখা যাবে’। ভোট গণনার শুরু থেকেই হাডাহাড্ডি লড়াই হয়েছে সপা ও বিজেপির মধ্যে। সঙ্গে ছিলেন বহু জন সমাজ পার্টির প্রার্থী শাহ আলম ওরফে গুড্ডু জামালি। ২০১৯-এর পর থেকে আজমগড় লোকসভা কেন্দ্রে পরাজিত হয়নি সমাজবাদী পার্টি। মাত্র কয়েক মাস আগে হওয়া বিধানসভা নির্বাচনে করহল কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন অখিলেশ যাদব। যেটি এই এলাকারই অংশ। আজ আজামগড় ও রামপুরে গেরুয়া শিবিরের জয় একটা বড় সাফল্য।

You may also like