মহানগর ডেস্ক: তেলঙ্গানা,মহারাষ্ট্রে জোর ধাক্কা খেলেও সাতটি উপনির্বাচনে বিজয় অভিযান অব্যাহত রাখল বিজেপি। মোট সাতটি উপনির্বাচনে (BJP Won Four Of The Seven Seats) চারটিতেই জিতল তারা। কংগ্রেসের হাল অবশ্য এবারও আশাব্যঞ্জক নয়। তবে তেলঙ্গানার পাশাপাশি মহারাষ্ট্রে গেরুয়া রথের পথ আটকে গেরুয়া শিবিরকে জোর ঝটকা দিল উদ্ধব ঠাকরের শিবসেনা (Udhhav Thakre Led Sibsena)। বিহারে গোপালগঞ্জে জিতলেও তেজস্বী যাদবের নেতৃত্বাধীন আরজেডি জিতেছে মোকামা উপনির্বাচনে। বিহারে লালুপ্রসাদের খাসতালুক গোপালগঞ্জে আরজেডির কাছ থেকে আসনটি ছিনিয়ে নিয়েছে মোদী-শাহের দল। তবে সামান্য ব্যবধানে তারা জয় পেয়েছে। নীতীশের রাজ্যে অবশ্য মোকামা আসনটি ধরে রেখেছে আরজেডি। ওই আসনে জিতেছেন তেজস্বী যাদবের দলের প্রার্থী বেআইনি অস্ত্র রাখার দায়ে দোষী সাব্যস্ত অনন্ত সিংয়ের স্ত্রী নীলম দেবী।
বিজেপি জিতেছে উত্তরপ্রদেশের গোলা গোরক্ষনাথ,হরিয়ানার আদমপুর, বিহারের গোপালগঞ্জ এবং ওডিশার ধামনগর কেন্দ্রে। বহুচর্চিত তেলঙ্গানায় মুনুগোডেতে টিআরএসের কাছে হার স্বীকার করতে হয়েছে পদ্মশিবিরকে। সাতটি উপনির্বাচনে বিজেপি তিনটি, মহারাষ্টে উদ্ধব ঠাকরের শিবসেনা ও আরজেডি, তেলঙ্গনায়
টিআরএস একটি করে আসনে জিতেছে। হরিয়ানায় প্রাক্তন মুখ্যমন্ত্রী ভজনলালের পারিবারিক আসন বলে পরিচিত আদমপুরে জিতেছেন বিজেপিতে যোগ দেওয়া তাঁর নাতি ভাব্য বিশনয়। কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দেওয়া ভাব্য আটষট্টি বছরের পারিবারিক ধারাবাহিকতা অটুট রাখতে সক্ষম হয়েছেন। তাঁর বাবা কুলদীপ বিশনয় সপরিবারে কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দিয়েছিলেন। এরপর কুলদীপ গেরুয়া শিবির ছেড়ে দেওয়ায় আসনটি শূন্য হয়। বিজেপির এই জয়ে কাঁটা হয়ে দাঁড়িয়েছে তেলঙ্গানা ও মহারাষ্ট্র। তেলঙ্গনায় শাসক টিআরএস জিতেছে মুনুগোডের নির্বাচনে। এই আসনে টিআরএস জিতেছে দশ হাজার ভোটে।