Home International BLOOD MOON 2022: মঙ্গলবার চন্দ্রগ্রহণে আকাশে দেখা যাবে লাল রঙের চাঁদ

BLOOD MOON 2022: মঙ্গলবার চন্দ্রগ্রহণে আকাশে দেখা যাবে লাল রঙের চাঁদ

by Arpita Sardar
full blood moon, tuesday

মহানগর ডেস্কঃ চলতি সপ্তাহের মঙ্গলবার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এই চন্দ্রগ্রহণে গোটা বিশ্ব সাক্ষী থাকবে এক অনন্য ঘটনার। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণে চাঁদের রঙ হয়ে যাবে টকটকে লাল। এই বিষয়টিকে বলা হয় ব্লাড মুন। পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণের সময় গোটা চাঁদটা পৃথিবীর ছায়ার অন্ধকার অংশের মধ্যে পড়ে। এই বিষয়টিকে বলা হয় আমব্রা। এই আমব্রার মধ্যে চাঁদ থাকলে তখন সেটি লালচে বর্ণ ধারণ করে।

নাসার মতে, আলোর গতিপথ তরঙ্গের মধ্যে দিয়েই । নীল আলোর একটি ছোট তরঙ্গদৈর্ঘ্য রয়েছে। সেই কারণে এটি লাল আলোর তুলনায় পৃথিবীর বায়ুমণ্ডলের কণা দ্বারা আরও সহজে বিক্ষিপ্ত হয়ে যায়। পৃথিবীর বায়ুমণ্ডলের মাধ্যমে একমাত্র সূর্যের আলো পৌছয়। গ্রহণের সময়ে পৃথিবীর বায়ুমণ্ডলে যত বেশি ধুলো বা মেঘ থাকবে চাঁদকে তত বেশি লাল দেখাবে।

বৈজ্ঞানিকেরা জানিয়েছেন, এই ব্লাড মুন দেখার জন্য বিশেষ কোনও যন্ত্রপাতির প্রয়োজন হয় না। দূরবীন, টেলিস্কোপ থাকলে তবেই গ্রহণ দেখা যাবে। ভারতের পূর্বাঞ্চলেই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে বলে জানিয়ে দিয়েছেন্ নাসার গবেষকরা। বাকি রাজ্যগুলিতে আংশিক চন্দ্রগ্রহণ দেখতে পাবেন রাজ্যবাসী। কলকাতায় এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে বিকেল ৪ টে ৫৫ মিনিটে। ভারতীয় সময় অনুযায়ী, বিকেল ৪ টে ৫২ মিনিটে এই গ্রহণ শুরু হয়ে শেষ হবে সন্ধে ৭টা ২৬মিনিটে। অর্থাৎ মোট ২ ঘন্টা ৩৪ মিনিট চন্দ্রগ্রহণ স্থায়ী হবে।

You may also like