মহানগর ডেস্ক: টি-টোয়েন্টি ২০২২ এর সেমিফাইনালে ওঠার তাগিদে একে অপরের সঙ্গে বেশ হাড্ডাহাড্ডি লড়াই চালাচ্ছেন প্রতিটি দেশের ক্রিকেট তারকারা। আর এমনই একটি রোমাঞ্চকর ম্যাচ ছিল বৃষ্টি ভেজা মেলবোর্নে বাংলাদেশ বনাম ভারতের ম্যাচ। যেখানে বাংলাদেশকে (Bangladesh) ৫ রানে হারিয়েছে ভারতীয় দল (India)। আর এই ম্যাচে 22 গজ কাঁপিয়েছেন বিরাট কোহলি ও আরশদীপ সিং। কিন্তু বৃষ্টির কারণে ম্যাচ কিছুক্ষণ স্থগিত হয়ে যাওয়ার আগে পর্যন্ত ডাকওয়ার্থ লুইসের নিয়মে বাংলাদেশ ১৭ রানে এগিয়ে ছিল, কিন্তু বৃষ্টির পরে পুনরায় খেলা শুরু হলে ব্যাটে বলে দুরন্ত পারফর্মেন্সে ম্যাচ জিতে নেয় ভারত। কিন্তু এই নিয়েই কলির বিরুদ্ধে ফেক ফিল্ডিং এর অভিযোগ তোলে বাঙলাদেশ। এমনকি এই ম্যাচে ভারতের নয় ফেক ফিল্ডিং এর হলে আইসিসির নিয়ম অনুযায়ী পাঁচ রান পেনাল্টি স্বরূপ বাঙলাদেশ পেলে তাদেরই জিত হবার দাবিতে সরব হন। এমনকি টিম ইন্ডিয়ার বিরুদ্ধে বড়সড় অভিযোগ তোলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি (Shahid Afridi)। ঠিক তার পরই কড়া ভাষায় জবাব দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) প্রধান রজার বিনি।
বাংলাদেশের এই ম্যাচকে নিয়ে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ও অলরাউন্ডার শাহিদ আফ্রিদি বলেছেন, ‘আইসিসি ভারতকে যেকোনও মূল্যে সেমিফাইনালে নিয়ে যেতে চাইছে। তিনি আরও বলেন, বৃষ্টির পড়ে ভেজা মাঠেই ম্যাচ খেলানো হয়েছে। আর ভারত যখন খেলে, আইসিসির ওপর চাপ থাকে। এর মধ্যে আরও অনেক কিছু রয়েছে। সব মিলিয়ে ভালো খেলেছে বাংলাদেশ।”
উল্লেখ্য, ওই ম্যাচে আম্পায়াররা উভয় অধিনায়কের সম্মতিতে ম্যাচটি সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এরপরই চটেছেন বিসিসিআই (Board of Control for Cricket in India) সভাপতি রজার বিনি (Roger Binny)। তিনি জানান, ‘আইসিসির ভারতীয় দল নিয়ে পক্ষপাতের অভিযোগ অন্যায্য নয়, সবার সঙ্গেই বোর্ডের আচরণ সমান থাকে। অন্য দল থেকে ভারতের জন্য আলাদা কিছু করে কী? ভারত ক্রিকেটে একটি পাওয়ার হাউস, কিন্তু আইসিসি আমাদের সাথে বাকি দল গুলির মতোই আচরণ করে।”
২০২৩ সালের পাকিস্তানে এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়া বিতর্ক নিয়ে টিম ইন্ডিয়ার সেখানে খেলতে যাওয়ার প্রসঙ্গ টেনেও বিসিসিআই প্রধান বলেন, “বিসিসিআই নয় এই সিদ্ধান্ত নেবে সরকার, সরকারের অনুমোদন সাপেক্ষেই সিধান্ত নেওয়া হবে।”
২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ৪টি ম্যাচের মধ্যে ৩টিতেই জিতেছে ভারতীয় দল। একই সঙ্গে ভারতের শেষ ম্যাচটি হতে চলেছে জিম্বাবুয়ের বিরুদ্ধে। আর সেই ম্যাচে জিতলেই সেমিফাইনালে ওঠার দরজা খুলে যাবে টিম ইন্ডিয়ার।