মহানগর ডেস্ক: সাহসী পোশাক, মড লুকিংয়ে এবার কি উরফি জাভেদকে টেক্কা দিলেন বলউড নায়িকা ভূমি পেডনেকর? এই প্রশ্নের জবাব দিয়েছেন ভূমি নিজেই। এবার দেওয়ালির পার্টিতে তিনি যে পোশাক পরেছেন,তা দেখে চোখ কপালে ওঠার জোগাড় হয়েছে নেটিজেনদের। তবে মানতেই হবে পোশাকে তিনি যতই সাহসী হোন না কেন, তাঁকে কিন্তু সাদা পোশাকে (Whitr Dress) রীতিমতো দারুণ ঝলমলে দেখিয়েছে। তবে তাঁর এই গর্জিয়াস লুকিং নিয়ে নিন্দার ঝড় উঠেছে নেট দুনিয়ায়। তাঁর দমবন্ধ করা সাহসী পোশাক দেখে খোলামেলা পোশাকের জন্য তোলপাড় ফেলা উরফি জাভেদ এবং জাহ্নবী কাপুরের সঙ্গে তুলনা করে সমালোচনায় বিদ্ধ করেছেন নেটিজেনরা (Bhumi Pednekar Trolled For Her Dress)।
২০১৫ সালে দম লাগাকে হেইসো ছবিতে সিনেমাপ্রেমীদের নজর কেড়েছিলেন ভূমি। তারপর থেকেই টানা ব্যাটিং করে যাচ্ছেন তিনি। তাঁর পোশাক নিয়ে জ্ঞানগম্যি তাঁকে আরও গ্ল্যাম অবতারে পরিণত হয়েছে। বিশেষ করে তাঁর ওজন কমানোর দৌড় নিয়ে চর্চার শেষ ছিল না। সম্প্রতি সোনম কাপুরের দেওয়ালি ধামাকায় ভূমিকা পরেছিলেন আধাখ্যাচরা সাদা শাড়ি। নকশাটা তৈরি করেছিলেন আবু জানি এবং সন্দীপ খোসলা। নেকলাইন দেওয়া রূপোলি ব্লাউজের সঙ্গে শাড়ি পরেছিলেন ভূমি। খুব কম গয়নাই পরেছিলেন বলিউড নায়িকা। কিন্তু তাঁকে ওই পোশাক দেখে হইহই পড়ে যায়। তুলনা করা হয়েছে সংক্ষিপ্ত ও বেশি আঁটোসাটো পোশাক পরে শালীনতাকে চুলোয় দেওয়া উরফি জাভেদের সঙ্গে। ভূমির ছবি ভাইরাল হওয়ার পর শুরু হয়ে যায় ট্রোলড করা। কেউ মন্তব্য করেন ভালগার বলে। কেউ কেউ কোনও রাখঢাক না রেখেই লিখেছেন নির্ঘাত উরফির পোশাক পরা থেকে অনুপ্রাণিত হয়েছেন ভূমি। তারপর একের পর এক ট্রোলিংয়ে ভূমিকে একরকম হ্যাটা করে দিয়েছেন নেটিজেনরা।