Home Entertainment Bollywood : চুরির দায়ে অভিযুক্ত অমিতাভের সহকর্মী, গ্রেফতার করা হল ঝুন্ডের অভিনেতাকে

Bollywood : চুরির দায়ে অভিযুক্ত অমিতাভের সহকর্মী, গ্রেফতার করা হল ঝুন্ডের অভিনেতাকে

by Oindrila Chakraborty

মহানগর ডেস্ক : প্রিয়াংশু ক্ষত্রিয়… নাম শোনা না থাকলেও তার অভিনয় আপনারা প্রত্যেকেই দেখেছেন। চলতি বছর মুক্তি পাওয়া অমিতাভ বচ্চনের ঝুন্ড ছবিতে ছবিতে একসঙ্গে কাজও করেছেন তিনি। তবে এবার তাকেই গ্রেপ্তার করা হলো চুরির দায়। সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে মানকাপুর এলাকাতে গয়না প্রস্তুতকারীর বাড়ি থেকে ৫ লক্ষ টাকা হাতিয়েছেন তিনি। এমনটাই দাবি পুলিশের।

সূত্রের খবর অনুযায়ী প্রদীপ মান্ডয়া মামির ওই ব্যক্তি নিজে থানায় অভিযোগ জানিয়েছেন ক্ষত্রিয়র বিরুদ্ধে। সেইসঙ্গে দিয়েছেন লিখিত বয়ান। এরপরেই বৃহস্পতিবার তাকে গ্রেফতার করা হয়। কোর্টে তোলা হবে। একইসঙ্গে তার থেকে পাওয়া সমস্ত জিনিস।

অমিতাভ বচ্চন অভিনীত এই ছবিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন প্রিয়াংশু। অমিতাভ একজন বস্তি এলাকার এনজিও কর্মী হিসেবে অভিনয় করেছিলেন। যিনি ওই সানি ও এলাকার মানুষদের নিয়ে তৈরি করেছিলেন একটি ফুটবল টিম। ২০২২ সালের ৪ মার্চ এই ছবি। ভূষণ কুমার এবং কৃষ্ণ কুমারের প্রযোজনায় প্রেক্ষাগৃহে এসেছিল এই ছবি। যার পরিচালনার দায়িত্ব সামলে ছিলেন জাতীয় পুরস্কার বিজয়ী পরিচালক নাগরাজ পোপাটরাও মাঞ্জুলে।

You may also like