মহানগর ডেস্ক : সদ্য মুক্তি পেয়েছে আয়ুষ্মান খুরানা এবং রাকুল প্রীত সিং অভিনীত ডক্টর জি। সমাজের প্রতি এক দৃষ্টান্ত মূলক বার্তা নিয়ে হয়েছিলেন আয়ুষ্মান। তবে বক্স অফিসে সে ভাবে নজর কাড়তে দেখা গেল না ছবিকে। প্রথম দিনে আয় মাত্র ৩.২৫ কোটি টাকা। যদিও ছবির নির্মাতারা এটাকি ইতিবাচক সংখ্যাগুলি ধরছেন।
অন্যদিকে পরিনীতি চোপড়া এবং হার্ডি সান্ধু অভিনীত কোড নেম : তিরঙ্গা রীতিমত যুদ্ধ করছে বক্স অফিসে। এখনো পর্যন্ত এই ছবি বক্স অফিসে ১৫ ব্যবসা করতে পেরেছে। যদিও টিকিটের দাম রাখা হয়েছে ১০০ টাকা। জনপ্রিয় কন্নড় ছবি কান্তারা থেকে রিমেক বানানো হয়েছে এই ছবির। নির্মাতারা আশা করেছিলেন ৭৫ লক্ষ-১ কোটি টাকার ব্যবসা করবে এই ছবি। কিন্তু কোথায় কি।
ডক্টর জি ছবি দেখার পর অনেকের একটাই কথা। ছবিতে সবকিছু থাকলেও আসল জিনিস ছিল না। এবং তা হল হাসি। পরিচালক হাসির ছবি বলেছিলেন ডক্টর জিকে। হাঁস সামাজিক বার্তা দেওয়ার চেষ্টা করবেন প্রত্যেকে। কিন্তু সেখানে সামাজিক বার্তা দিলেও হাসির তিলমাত্র কোথাও খুঁজে পাওয়া গেল না।