Home Entertainment Bollywood : আদিপুরষ মুক্তির পরই বিয়ে কৃতি প্রভাসের! হাঁটু মুড়ে করলেন প্রেম নিবেদন

Bollywood : আদিপুরষ মুক্তির পরই বিয়ে কৃতি প্রভাসের! হাঁটু মুড়ে করলেন প্রেম নিবেদন

by Oindrila Chakraborty

মহানগর ডেস্ক : কিছুদিন আগেই মুক্তি পেয়েছে বরুণ ধাওয়ান এবং কৃতি সানন অভিনীত ভেরিয়া। সেই ছবির প্রচারে বেজায় ব্যস্ত দুই তারকা। তবে ছবির প্রচারকার্যে এসে বরুণ মুখ ফসকে বলে ফেলেন কৃতির প্রেম জীবন সম্পর্কে। নাম না করেই তিনি বলেন এই মুহূর্তে কৃতি যার সঙ্গে প্রেম করছেন তিনি আপাতত দীপিকা পাড়ুকোনের সঙ্গে শুটিং করছেন। তবে প্রভাস এবং কৃতির প্রেমের খবর বেশ কয়েক মাস আগে থেকেই শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে ছবিটি অভিনয় করতে করতেই তাদের প্রেম হয় ।সেখান থেকেই বিয়ের পরিকল্পনা করে ফেলেছেন তারা।

তবে দুজনেরই পরিবার দারুন উচ্ছ্বসিত এই খবরে। বিশেষ করে খুশি হয়েছেন কৃতির মা। খুব শীঘ্রই নাকি সম্পূর্ণ হবে তাদের বাগদান পর্ব। বলিউড লাইফের সূত্রে খবর প্রভাস নাকি কিছুদিন আগেই হাঁটু মুড়ে কৃতিকে প্রেমের প্রস্তাব দিয়েছেন। তাও আদিপুরুষের সেটে। এবং সানন্দে সেই প্রস্তাব গ্রহণ করেছেন অভিনেত্রী। দুজনের পরিবার নাকি আনন্দের সঙ্গে মেনে নিয়েছেন তাদের সম্পর্ক। তাই ছবি মুক্তির পরেই বিয়ের দিনক্ষণ ঠিক হবে তাদের।

তবে রিয়ালিটি শো করন জোহরের কফি উইথ করনে এসে প্রথমটি সম্পর্কের আচঁ পাওয়া যায়।শোয়ের এক বিশেষ খেলাতে যখন ঠিক তারকাকে কাউকে ফোন করতে বলা হয় তখন কৃতি শটাং ফোন লাগান প্রভাসকে। সেখান থেকেই এই সম্পর্কের জল্পনার সূত্রপাত।

You may also like