মহানগর ডেস্ক : একেবারে পারিবারিকভাবে পালন করা হলো সালমান খানের মা সালমা খানের জন্মদিন। পরিবার প্রিয়জন ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন হর্শদীপ কৌর। দেখতে দেখতে ৮০ বছরের পা দিলেন তিনি। উপস্থিত ছিলেন সলমানের বোন অর্পিতাও।
সোশ্যাল মাধ্যমে ছবি শেয়ার করে হর্শদীপ লিখেছেন,’ নিজেকে ভীষণ বিশেষ মনে হচ্ছিল এই জন্মদিনের অংশ হতে পেরে। ৮০ বছরে পা দিলেন সালমা জি। দেখা হলো অর্পিতা এবং আলবিরার সঙ্গে। সবাই মিলে যেন একটা পুরো পরিবার। দেখা হলো হেলেনজির সঙ্গেও। সাক্ষী থাকলাম তার নাচের। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এর অংশ করার জন্য’।
এছাড়াও এদিন সকালে সোশ্যাল মাধ্যমে নিজের মাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন সলমান খান। তার ছবির নিচেই মন্তব্য বাক্স ভরের শুভেচ্ছা পাঠিয়েছেন তার অনুরাগীরা। উল্লেখ্য, সেলিম খান এবং সালমা খানের ছেলে মেয়ে সলমান খান, সোহেল খান এবং আরবাজ খান। এরপর দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হন স্ক্রীন রাইটার সেলিম। হেলেন তার দ্বিতীয় স্ত্রী। তার দুই সন্তান আলবিরা এবং অর্পিতা।