Home Featured Bollywood Singer Mika Singh : “শাওন মে আগ লাগ গায়ি হ্যায়” সুপারহিট গান গেয়ে আপের প্রচার মিকা সিংয়ের

Bollywood Singer Mika Singh : “শাওন মে আগ লাগ গায়ি হ্যায়” সুপারহিট গান গেয়ে আপের প্রচার মিকা সিংয়ের

by Mani Sankar Debnath

মহানগর ডেস্ক: দিল্লিতে মিউনিসিপাল কর্পোরেশন ভোটে আপ প্রার্থীর হয়ে গান গেয়ে প্রচার করলেন বলিউডের গায়ক মিকা সিং (Bollywood Singer Mika Singh) । গাইলেন তাঁর জনপ্রিয় গান “শাওন মে লাগ গয়ি আগ” গেয়ে সুরেলা প্রচার করে আপ প্রার্থী সর্দার পুনর্দীপ সিং সাহনির হয়ে (Campaign For AAP Candidate) ভোটারদের কাছে ভোট চাইলেন মিকা। দিল্লির চাঁদনি চকের টাউন হলে আপ নেতাদের আমন্ত্রণে সাড়া দিয়ে সেখানে আসেন বলিউড গায়ক। আম আদমির ডাকা জনসভায় যোগ দেন তিনি। অনুষ্ঠানে দিল্লির মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া, রাঘব চাধা-সহ অন্যান্য আপ নেতারা উপস্থিত ছিলেন। সভার শুরুতেই গান শুরু করেন শাওন মে আগ লাগ গয়ি আপের মতো সুপারহিট গান। গান গাওয়ার ফাঁকে সেখানে উপস্থিত সবাইকে আপকে ভোট দেওয়ার আবেদন জানান মিকা।

সভায় মণীশ সিসোদিয়া আক্রমণ বিজেপিকে আক্রমণ শানিয়ে বলেন, চাঁদনি চক শুধু দিল্লির মানুষের গর্বই নয়। এটি রাজধানীর অর্থনীতির গুরুত্বপূর্ণ অঙ্গ। দিল্লির লক্ষ লক্ষ মানুষের কাজ জোগাচ্ছে এই চাঁদনি চক। কিন্তু বিজেপি সুবিধে ও ব্যবসায়ীদের পরিষেবার বদলে লুঠ চালিয়ে যাচ্ছে। কখনও লাইসেন্সের নামে, আবার কখনও কনভার্সনের অভিযোগে তাদের অবাধ লুঠতরাজ চলছে। সিসোদিয়ার অভিযোগ বিজেপি ব্যবসায়ীদের কাছ থেকে তোলাবাজি চালিয়ে যাচ্ছে।

মোদী-শাহের দল শুধু চাঁদনি চকের গৌরবকে ধ্বংসই করেনি, সারা বাজার জঞ্জালে ভরে দিয়েছে। গত পনরো বছর ধরে তারা বুঝতেই চায়নি চাঁদনিচককে পরিষ্কার করা দরকার। গেরুয়া শিবির জঞ্জাল পরিষ্কার না করে ব্যবসায়ী, সাধারণ মানুষদের পকেট সাফ করে শুধু নিজেদের পকেট ভরেছে। তাঁর দাবি অরবিন্দ কেজরিওয়াল চাঁদনি চককে নতুন করে সাজিয়েছেন। ফিরিয়ে এনেছেন আগের ঐতিহ্য। কিন্তু তাতে বাধা সৃষ্টি করেছে বিজেপি। আপ যদি মিউনিপাল ভোটে জেতে তাহলে আজ যে জায়গায় রয়েছে, তা থেকে দশ গুণ বেশি ভালো হবে।

You may also like