Home Entertainment Bollywood : মুম্বাইয়ের তাইকোন্ডো টুর্নামেন্টে চাঁদের মেলা, শাহরুখ থেকে করিনা হাজির প্রত্যেকে

Bollywood : মুম্বাইয়ের তাইকোন্ডো টুর্নামেন্টে চাঁদের মেলা, শাহরুখ থেকে করিনা হাজির প্রত্যেকে

by Oindrila Chakraborty
Bollywood : মুম্বাইয়ের তাইকোন্ডো টুর্নামেন্টে চাঁদের মেলা, শাহরুখ থেকে করিনা হাজির প্রত্যেকে

মহানগর ডেস্ক : মুম্বাইয়ের তাইকোন্ডো টুর্নামেন্ট যেন রাতারাতি বদলে গেল তারার মেলায়। বলিউড স্টার এবং তাদের ছেলেমেয়েরা হাজির হলেন সেই অনুষ্ঠানে। কে নেই সেই তালিকায়! বলিউড বাদশা শাহরুখ থেকে করিনা কাপুর খান, সইফ আলি খান, করিশ্মা কাপুর। শুধু তাই নয়, শাহরুখপুত্র আব্রাম এবং করিনা পুত্র তৈমুর যোগদান পর্যন্ত করেছিলেন অনুষ্ঠানে। নেট মাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভিডিও।


তৈমুরের ভিডিওতে দেখা যাচ্ছে প্রতিপক্ষের সঙ্গে বেশ জোরদার লড়াইতে নেমেছে সে। এমনকি রীতিমতো শক্ত তার প্রতিপক্ষ। তারকাসন্তান হওয়ার জন্য বিন্দুমাত্র সুযোগ সুবিধা দিতে নারাজ সে। অন্যদিকে তৈমুরও সর্বস্ব দিয়ে চেষ্টা করছে যুদ্ধে জয়ী হতে।

তবে শাহরুখপুত্র ইতিমধ্যে জয়ী হয়েছে সেই খেলায়। গলায় মেডেল পড়ে সঙ্গী ছবি তুলেছে সে। আর গর্বিত বাবা আদরে ভরিয়ে দিচ্ছে তাকে। সেই ছবিও ভাইরাল হয়েছে সোশ্যাল মাধ্যমে।

You may also like