Home Featured Bomb Hurled At Wedding Ceremony: বিয়েবাড়িতে জোরে মাইক বাজানো নিয়ে বোমাবাজি, বিজেপি-তৃণমূলের চাপানউতোর

Bomb Hurled At Wedding Ceremony: বিয়েবাড়িতে জোরে মাইক বাজানো নিয়ে বোমাবাজি, বিজেপি-তৃণমূলের চাপানউতোর

by Mani Sankar Debnath

মহানগর ডেস্ক: বিয়েবাড়িতে তারস্বরে বাজছিল মাইক (Sound Of Loud Speaker)। যাতে কান ঝালাপালা হয়ে যাওয়ার জোগাড় হয়েছিল। তারস্বরে প্রতিবাদ জানিয়েছিল স্থানীয় বাসিন্দা। কারণ এমন জোরে মাইক বাজানোয় কেউ-ই তিষ্ঠোতে পারছিলেন না। কিন্তু তাতে কান না দিয়ে একইভাবে বাজানো হচ্ছিল মাইক। এরপরই বিয়েবাড়ি লক্ষ্য করে মুড়িমুড়কির মতো বোমা ছোড়া শুরু হয় (Bomb Hurled At Wedding Ceremony) । ছোড়া বোমায় জখম হন চারজনে। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার জগদ্দলে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বোমাবাজির পর পুলিশ সেখানে হানা দিয়ে পাঁচজনকে আটক করেছে। পুলিশ জানিয়েছে রবিবার রাতে জগদ্দলের মোমিনপাড়ায় একটি বিয়েবাড়ির অনুষ্ঠান ছিল। সেখানে জোরে মাইক বাজানো নিয়ে বিয়েবাড়ির লোকজনের সঙ্গে স্থানীয়দের ঝামেলা বাধে। এরপরই একদল বোমা নিয়ে হামলা শুরু করে।

বোমার আঘাতে চারজন আহত হয়েছেন। এই ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। পরিস্থিতি সামাল দিতে সেখানে বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের অভিযোগ, বারাকপুর সাবডিভিশনের অধীনে একাধিক বোমা বিস্ফোরণ হয়েছে। উদ্ধার হয়েছে প্রচুর বোমা। প্রতিটি ঘটনায় তৃণমূল কংগ্রেসের জড়িত থাকার প্রমাণ মিলেছে। যদিও বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। দলের নেতা জয়প্রকাশ মজুমদার জানিয়েছেন এই ধরণের ঘটনায় তাঁদের কেউ জড়িত নয়। এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। এর সঙ্গে তৃণমূল কংগ্রেস কোনওভাবেই জড়িত নয়। পুলিশ ব্যবস্থা নিচ্ছে। যদিও সাম্প্রতিক সময়ে ভাটপাড়া-জগদ্দলে বোমাবাজি,গুলি ও খুনের ঘটনা ঘটেছে। তা নিয়ে দু দল পরস্পরের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে। সেই উত্তপ্ত বাতাবরণের মধ্যেই এবার এই ঘটনা নিয়ে শুরু হয়ে গিয়েছে চাপান উতোর।

You may also like