Home Lifestyle Bon Phota : বদলাচ্ছে সময় বদলাচ্ছে নিয়ম, ভাইফোঁটার সঙ্গে শহরে পাল্লা দিচ্ছে বোনফোঁটা

Bon Phota : বদলাচ্ছে সময় বদলাচ্ছে নিয়ম, ভাইফোঁটার সঙ্গে শহরে পাল্লা দিচ্ছে বোনফোঁটা

by Oindrila Chakraborty

মহানগর ডেস্ক : সকাল থেকেই বৃষ্টি দোকানগুলিতে প্রায় মারামারি শুরু হয়ে গিয়েছে। আর হবে নাই বা কেন? আজ যে ভাই ফোঁটা। ভাইয়ের পাতের সেরা মিষ্টিটা তুলে দিতে হবে না। এছাড়া ভাইয়ের জন্য সকাল থেকে তার পছন্দের সেরা সেরা রান্না গুলোও তো করতে হবে। আজকের দিনটা কেবল ভাইয়ের জন্য। তবে এটা কিন্তু মানতে অনেকেই নারাজ। শুধু ভাই কেন বোনদের কি কোনদিন হয়না? যাদের ভাই নেই, দুজন কি তিনজন বোন কোন ফোটা হবে না? এমনটা কোথায় লেখা রয়েছে। তাই শহরে ভাইফোটার সঙ্গে পাল্লা দিল এবার বোন ফোটা।

দিদিরা বোনেদের মঙ্গল কামনায় কোমর বেঁধে নামছে বোনফোটা নিয়ে। অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী এবং চিত্রাঙ্গদার ক্ষেত্রে এই ব্যাপারটা খুবই সামান্য। কারণ আজ থেকে নয়, অনেক ছোটবেলা থেকেই তারা একে অপরকে ফোটা দিয়ে আসছে আজকের দিনে। আর এই শিক্ষা তাদের দিয়েছেন মা এবং দিদিমা। যদিও এ বছর দিদি অন্য শহরে। ভার্চুয়ালি কোটা দেয়া হলো তাকে।

অন্যদিকে বিশেষ বোন ফোটার আয়োজন করেছেন ইন্দ্রানী গঙ্গোপাধ্যায়। বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্ট মহিলারা হাজির থাকবেন সেখানে। টলিপাড়ার অভিনেত্রীরা ছাড়া হাজির থাকবেন মন্ত্রী শশী পাঁজা। যাবতীয় নিয়ম মেনে ভাইয়ের মতো এবার কপালে এঁকে দেওয়া হবে বোনেদের ফোঁটা।

You may also like