Home Kolkata BOWBAZAR: মেট্রোর কাজে একের পর এক বাড়িতে ফাটল, আতঙ্ক বউবাজারে

BOWBAZAR: মেট্রোর কাজে একের পর এক বাড়িতে ফাটল, আতঙ্ক বউবাজারে

by Arpita Sardar

মহানগর ডেস্কঃ ফের মেট্রো রেলের কাজে একাধিক বাড়িতে ফাটল দেখা গেল বউবাজারে। ২০১৯ সালের সেই আতঙ্কই আবার ফিরে এল আড়াই বছর পরে। এবার বউবাজারে মদন দত্ত লেনের একাধিক বাড়িতে ফাটল দেখা যাওয়া নিয়ে ছড়াল আতঙ্ক। বৃহস্পতিবার রাতেই কিছু বাড়িতে ফাটল দেখা যেতেই জিনিসপত্র নিয়ে রাস্তায় বের হয়েছেন বাসিন্দারা। সূত্রের খবর, ১০টি পরিবার বাড়ি ছাড়তে বাধ্য হয়। তাঁদের ভবিষ্যৎ নিয়েই ভেবে দিশেহারা মদন দত্ত লেনের বাসিন্দারা।

মদন দত্ত লেনের এক বাসিন্দা জানান ভোর চারটেয় উঠে তিনি দেখেন বাড়িতে ফাটল ধরেছে। বাইরে বেরিয়ে আসতেই তিনি দেখেন বাইরে হুলুস্থুল। প্রতিবেশীদের সাহায্যেই এলাকার ওই ফাটল ধরা বাড়িগুলো থেকে বাইরে বেরিয়ে আসেন বাসিন্দারা। ওই বাসিন্দাদের ক্ষোভ মেট্রো রেল কর্তৃপক্ষের সঙ্গে তৎক্ষণাৎ যোগাযোগ করার চেষ্টা করা হলেও কেউ ফোন তোলেননি।

শুক্রবার সকালেই ঘটনাস্থলে পৌঁছন মেট্রো রেলের আধিকারিকেরা। যে বাড়িগুলিতে ফাটল ধরেছে সেখানকার বাসিন্দাদের কথা ভেবে তাঁদের বাড়ির বাইরে বের করে আনাও হচ্ছে। তাঁদের সুরক্ষার জন্য অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়াও হচ্ছে। এই বিষয় নিয়ে ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসীরা। কে কেউ অন্য জায়গায় সরতে নারাজ। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশবাহিনী। ওই এলাকায় যান চলাচলে যাতে কোনও অসুবিধে না হয় সেই বিষয়টি নিশ্চিত করা হয়েছে কলকাতা পুলিশের তরফে।

এর আগে ২০১৯ সালে ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রবল ধাক্কা খায় বউবাজারে। টানেল বোয়িং মেশিন সুড়ঙ্গ কাটার সময় মাটির ২২ মিটার গভীরে জমে থাকা জলস্তর ভেঙে পড়েছিল। পিথুরি লেন ও স্যাকরাপাড়া লেনের ৭৪টি বাড়ির উপর প্রভাব পড়ে এবং সাময়িক ভাবে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। এবারও সেই বউ বাজারেই বাড়ি ফাটলের আতঙ্ক। এর প্রভাব মেট্রো রেল তৈরির কাজে পড়তে পারে বলে মনে করা হচ্ছে।

You may also like