মহানগর ডেস্ক: এক ছোবলেই মৃত্যু! বিষধর সাপের ছোবল মানেই যে নিশ্চিত মৃত্যু-একথা সবারই জানা। কিন্তু যদি উল্টোটা ঘটে,তাহলে চোখ নিশ্চয় কপালে ওঠার জোগাড় হবে। এই অদ্ভুত ঘটনাটি (Bizarre Incident) ঘটেছে ছত্তিশগড়ের এতটি গ্রামে। ওই গ্রামে দীপক নামে আট বছরের একটি বালকের কামড়ে মৃত্যু হল এক বিষধর গোখরোর (Boy Bit To Death Venom Snake) । বাড়ির পেছনে জমিতে খেলার সময় তার হাতে বিষধর সাপ হাতে জড়িয়ে ধরে। তারপরই ছোবল মারে সাপটি। সৌভাগ্যক্রমে ছোবল মারলেও বিষ দীপকের শরীরে ঢোকেনি। সাপটি ছোবল মারার পরমুহূর্তে দেরি না করে পাল্টা সে কামড় দেয় সাপের গায়ে।
কিছু সময় নেতিয়ে পড়ে সাপটি। রায়পুর থেকে সাড়ে তিনশো কিলোমিটার দূরে ষশপুর জেলার পাণ্ডারপধ গ্রামে এই আশ্চর্য ঘটনাটি ঘটেছে। সাপের কামড় খাওয়ার পর দীপককে হাসপাতালে ভর্তি করা হয়। তাকে অ্যান্টি ভেনাম ডোজ দেওয়া হয়। তাকে সারাদিন পর্যবক্ষণের পর ছেড়ে দেন চিকিৎসকরা। আশ্চর্য কাণ্ড ঘটানো আটবছরের বালক দীপক জানিয়েছে সাপটি তাকে ছোবল মারার পর প্রচণ্ড যন্ত্রণায় কুঁকড়ে যায় সে। তবে ঘাবড়ে না গিয়ে উল্টে সাপটিকে দু-দুবার কামড় দেয়। গোটা ঘটনাটি ঘটে একরকম চোখের নিমেষে। যদিও এর ব্যাখ্যা খুঁজে পাননি চিকিৎসকরা। পাণ্ডারপধ গ্রাম সাপেদের গ্রাম নাগলোক গ্রাম বলে পরিচিত। সেখানে দুশোটি প্রজাতির সাপ রয়েছে। তবে এটিই প্রথম নয়। যদিও মানুষের কামড়ে মৃত্যুর ঘটনা ঘটে এ দেশ নয়, সুদূরে তুরস্কে। এ বছরের আগস্ট মাসে সেদেশে একটি বালিকার কামড়ে মৃত্যু হয় বিষধর সাপের। সে তার দাঁত দিয়ে সাপটিকে কামড়ে ধরে। তার কামড়ে মারা যায় কুড়ি ইঞ্চি লম্বা সাপটির।