Home Entertainment Brahmastra : গুঞ্জন কি তবে সত্যিই? যশকে কি দেখা যাবে ব্রহ্মাস্ত্রের দ্বিতীয় ভাগে?

Brahmastra : গুঞ্জন কি তবে সত্যিই? যশকে কি দেখা যাবে ব্রহ্মাস্ত্রের দ্বিতীয় ভাগে?

by Oindrila Chakraborty

মহানগর ডেস্ক : প্রথমে কেজিএফ তারপর কেজিএফ ২, দুই ছবিতেই যাকে বলে ছক্কা হাঁকিয়েছেন কন্নড় অভিনেতা যশ। এখনো পর্যন্ত দক্ষিণী ছবির তালিকায় কেজিএফ অন্যতম হিট। স্বাভাবিকভাবেই ছবি রিলিজের পর থেকে যশের দর আরো বেড়ে গিয়েছে। এমনকি তার দিকে নজর রেখেছেন বলিউড পরিচালকেরাও।তবে শোনা যাচ্ছে তার আর বেশি দেরি নেই। এবার তিনি নাকি পা রাখতে চলেছেন বলিউডে। আয়ান মুখার্জি পরিচালিত হিট ছবি ব্রহ্মাস্ত্রের মধ্য দিয়ে।

সূত্রের খবর বলছে রণবীর আলিয়ার এই হিট ছবিতে দেব চরিত্রে দেখা যেতে পারে তাকে। এমনকি তার জন্য ইতিমধ্যে কথাও নাকি হয়ে গিয়েছে তার সঙ্গে। উল্লেখ্য এখনো পর্যন্ত ছবির প্রথম ভাগ মুক্তি পেয়েছে। পরবর্তী অংশে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক চরিত্র দেব। বা বলা ভালো সবথেকে শক্তিশালী এক চরিত্র। আর সেই চরিত্রে নাকি অভিনয় করবেন যশ।

যদিও কানাঘুষো শোনা গিয়েছিল রণবীর সিং অথবা হৃত্বিক রোশনের মধ্যে কেউ একজন এই চরিত্রে অভিনয় করবেন। তবে পরবর্তীকালে শোনা গিয়েছে তারা অন্য কোন চরিত্রে অভিনয় করতে পারেন। যদিও সে খবরের সত্যতা জানা নেই। তবে কেবলমাত্র ব্রহ্মাস্ত্র নয়। শোনা যাচ্ছে পিরিয়ডিক ড্রামা মহাভারতের কর্ণের ভূমিকায় দেখা যেতে পারে তাকে। পিংক ভিলা সুত্রে এমনটাই জানা গিয়েছে।

তবে বলিউডে এই মুহূর্তে পা রাখতে চলেছেন কিনা তা যদিও নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না। তবে আপাতত যশ ব্যস্ত কেজিএফ ছবির তৃতীয় ভাগ নিয়ে। যা মুক্তি পেতে চলেছে আগামী বছর জানুয়ারিতে। অর্থাৎ তার জন্মদিনে দিন।

You may also like