মহানগর ডেস্ক : ২০২২ সালের অন্যতম হিট ছবি আইয়ান মুখার্জি পরিচালিত ব্রহ্মাস্ত্র। রণবীর আলিয়ার এই ছবি দর্শকদের হল মুখি করতে সফল। ইতিমধ্যেই ছবি ব্যবসা করে ফেলেছে, কয়েক হাজার কোটি টাকা। শুধু দেশেই নয় বিদেশেও এই ছবি ব্যবসা করেছে নজর কাড়ার মত। তবে হল থেকে বিদায় নিয়েছে রণবীর-আলিয়ার ব্রহ্মাস্ত্র। কিন্তু দেখা হয়নি এখনো হলে গিয়ে। তাহলে উপায়? চিন্তা নেই এবার যখন খুশি তখন দেখে ফেলুন এই রোমান্টিক হিট।
সম্প্রতি হটস্টারে এসেছে এই ছবি। তাই সামান্য টাকা সাবস্ক্রিপশন করেই আপনি দেখে ফেলতে পারেন এই ছবি। তবে এখানেও রয়েছে চমক। সূত্রের খবর অনুযায়ী রণবীর আলিয়ার এই রোমান্টিক হিট নাকি থিওট্রিকাল ছবি থেকে বেশ কিছুটা আলাদা। অর্থাৎ এমন কিছু দৃশ্য এখানে দেখা যাবে যেগুলি হলে মানুষ দেখতে পাননি। সোজা কথায় আরো কিছু বেশি দৃশ্য আপনি উপভোগ করতে পারবেন ওটিটি মাধ্যমে।
চলতি বছরে শিবা এবং ইশার এই লাভ স্টোরি উপভোগ করেছেন দর্শক। বিশেষ করে ছবির ভিএফ এক্স নজর কেড়েছে প্রত্যেকের। তবে এটি ছিল ছবির প্রথম ভাগ। এরপরে আরো দুটি ভাগ বেরোবে। রণবীর আলিয়া ছাড়াও এই ছবিতে নজর কেড়েছেন নাগার্জুন, শাহরুখ খান, অমিতাভ বচ্চন এবং ডিম্পল কাপাডিয়া।