Home Entertainment Bramhastra : লাগাতার ব্রহ্মাস্ত্রের প্রচারে তিতিবিরক্ত রণবীর! বললেন ‘আর কি কোনো কাজ নেই?’

Bramhastra : লাগাতার ব্রহ্মাস্ত্রের প্রচারে তিতিবিরক্ত রণবীর! বললেন ‘আর কি কোনো কাজ নেই?’

by Oindrila Chakraborty

মহানগর ডেস্ক : গত সেপ্টেম্বরে মুক্তি পেয়েছে রণবীর আলিয়া অভিনীত ব্রহ্মাস্ত্র। বক্সঅফিসের চূড়ান্তভাবে হিট রালিয়ার রসায়ন। ইতিমধ্যে বিশ্বব্যাপী এই ছবি আয় করেছে ৪৩০ কোটি টাকা। তবে অনেক হয়েছে। আর ব্রহ্মাস্ত্র নিয়ে ব্যস্ত থাকতে চান না রণবীর। নিজেকে গুটিয়ে নিয়েছেন সবকিছু থেকে। জানিয়ে দিয়েছেন তার পক্ষে বা তার স্ত্রীর পক্ষে আর ব্রহ্মাস্ত্র প্রচার করা সম্ভব নয়। সম্প্রতি এক প্রচারে অংশ নিয়ে কেশারিয়া গান গেয়ে গলা বসে গিয়েছে আলিয়ার। এবার নিজেও বিরক্তি প্রকাশ করলেন রণবীর।

বুধবার ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন আলিয়া যেখানে দেখা যাচ্ছে বেশ বিরক্ত রণবীর। ফোন করে কাউকে সাফ জানিয়ে দিয়েছেন তিনি আর কোনভাবে ব্রহ্মাস্ত্র প্রচার করবেন না। তিনি বলছেন,’ না ভাই আমার দ্বারা আর হবেনা। আমি সব হিসেব চুকিয়ে দিয়েছি ব্রহ্মাস্ত্র সঙ্গে আর অয়নের সঙ্গে। আমি আর প্রচার করতে পারবোনা। দুদিন পরেই ডিজনি প্লাস হটস্টারে আসছে ব্রহ্মাস্ত্র। আর প্রমোশনের দরকারটা কি। এতবার তো আলিয়া শিবা শিবা বলেনি। আমি নেচে নেচে ক্লান্ত।এক ইভেন্টে গিয়ে কেশরিয়া গান গেয়ে গলা বসিয়ে ফেলেছে আলিয়া। এবার কি লোকের বাড়ি বাড়ি গিয়ে কড়া নেড়ে বলে আসবো ব্রহ্মাস্ত্র দেখুন’।

তারপর অভিমানের সুরে বলেছেন,’ আমার কি আর জীবন নেই। শুধু ব্রহ্মাস্ত্র জীবন। বাবা হতে চলেছি জীবনের অন্যতম বড় মুহূর্ত’। ঠিক তার পরে একটি ফোন আসে যে ফোনটি একেবারে ৩৬০° ঘুরিয়ে দেয় রণবীরকে।অমনি রাজি ছবির প্রচারে। আসলে পুরো জিনিসটাই করা হয়েছে মজার ছলে। নিজেদের ছবির ডিজনি প্লাস হটস্টারে আসছে যার জেরে এক অভিনব কায়দায় প্রচার সারলেন রণবীর।তবে ভিডিও ইতিমধ্যে ভাইরাল নেট দুনিয়াতে। রণবীরের কীর্তি দেখে হিসে কুটোপাটি নেট নাগরিকরা।

You may also like