Home Featured Brave Canine: গুলি খেয়েও জঙ্গি নিকেশে মরণপণ লড়াই সেনাবাহিনীর সারমেয় জুমের

Brave Canine: গুলি খেয়েও জঙ্গি নিকেশে মরণপণ লড়াই সেনাবাহিনীর সারমেয় জুমের

by Mani Sankar Debnath

মহানগর ডেস্ক: থ্রিলার কাহিনির মতোই পরতে পরতে রুদ্ধশ্বাস ঘটনা। যে ঘটনার মূল চরিত্রে রয়েছে জুম নামে সেনাবাহিনীর এক প্রশিক্ষিত কুকুর (A Highly Trained Canine), যে গুলি খেয়েও জঙ্গিদের নিকেশে সাহায্য করে। কাশ্মীরের অনন্তনাগে (Kashmir) রবিবার রাতে সেনাবাহিনী গোপন সূত্রে খবর পায় দক্ষিণ কাশ্মীরের তাঙপাওয়ায় কয়েকজন জঙ্গি (Terrorists) লুকিয়ে আছে। খবর পাওয়ার পরে ওই এলাকা ঘিরে ফেলে তারা। সোমবার সকালে ওই বাড়িতে সেনাবাহিনী জুমকে পাঠায়। যে ঘরে জঙ্গিরা লুকিয়েছিল, সেখানে গিয়ে সে তাদের ঘর থেকে বার করে আনে।

ওই দুই জঙ্গিকে গুলি চালিয়ে খতম করে সেনাবাহিনী। তবে তার আগেই দুটি গুলি এসে তার গায়ে লাগে। কিন্তু তাতেও দমেনি জুম। জঙ্গিদের ঘর থেকে বের করে এনে প্রায় লুটিয়ে পড়ে। ততক্ষণে নিরাপত্তা বাহিনীর গুলিতে দুজন জঙ্গি নিকেশ হয়েছে। এরপর তাকে সেনাবাহিনীর চিকিৎসাকেন্দ্রে পাঠানো হয়। সেনাবাহিনী জানিয়েছে,জুম উচ্চ প্রশিক্ষিত, হিংস্র, বেপরোয়া এবং উৎসর্গীকৃত কুকুর। লুকিয়ে থাকা জঙ্গিদের খুঁজে বের করার ব্যাপারে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সোমবার জঙ্গিদের বিরুদ্ধে সে প্রাণপণ লড়াই করে। দক্ষিণ কাশ্মীরে একাধিক অভিযানে সে সেনাবাহিনীকে সঙ্গ দিয়েছে। সেনাবাহিনী জানিয়েছে একাধিক আঘাত সত্ত্বেও জুম তার লড়াই চালিয়ে গিয়েছে। সেনা-জঙ্গি অভিযানে দুজন লস্কর জঙ্গি নিকেশ হয়। জখম হয় বেশ কিছু সেনা। জুমের মরণপণ লড়াইয়ে প্রশংসায় পঞ্চমুখ সেনাবাহিনী।

You may also like