Home Featured Brazil Football Legend Pele : বিশ্বকাপ চলাকালীন হাসপাতালে ভর্তি হলেন ক্যানসারে আক্রান্ত ফুটবল কিংবদন্তি পেলে

Brazil Football Legend Pele : বিশ্বকাপ চলাকালীন হাসপাতালে ভর্তি হলেন ক্যানসারে আক্রান্ত ফুটবল কিংবদন্তি পেলে

by Mani Sankar Debnath

মহানগর ডেস্ক: কাতারে বিশ্বকাপ চলাকালীন হাসপাতালে ভর্তি হলেন অসুস্থ ব্রাজিলের ফুটবল কিংবদন্তী পেলে (Brazil Football Legend Pele)। ক্যানসারে ভুগছেন তিনি (Struggling Cancer)। ফুটবল কিংবদন্তীর মেয়ে কেলি নাসিমেন্টো জানান সংবাদমাধ্যমে তাঁর বাবার স্বাস্থ্য নিয়ে ঘনঘন উদ্বেগ জানানো হয়েছে। তিনি এখন হাসপাতালে ভর্তি রয়েছে। ওষুধ চলছে (Under Treatment)। এব্যাপারে কোনও জরুরি কিছু নেই। নববর্ষে তিনি সেখানেই থাকবেন। পেলেকে নিয়ে কিছু ছবিও পোস্ট করবেন। ইএসপিএন ব্রাসিল জানিয়েছে পেলেকে অ্যালবার্ট আইনস্টাইন হসপিটালে ভর্তি করা হয়েছে। তাঁর স্বাস্থ্যের পরিস্থিতি একাধিক পরীক্ষা করা হচ্ছে।

গত ২০২১ সালে বিরাশি বছরের ফুটবল কিংবদন্তির পায়ু থেকে টিউমার অস্ত্রোপচার করে বাদ দেন চিকিৎসকরা। তারপর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। তখন থেকেই হাসপাতালে তাঁর নিয়মিত চিকিৎসা করা হচ্ছে। ব্রাজিলের ফুটবলার পেলেকে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে গণ্য করা হয়। ১৯৫৮ সালে বিশ্বকাপে সতেরো বছর বয়েসে খেলতে নামে সারা বিশ্বের নজর কেড়ে নেন তিনি। বিশ্বকাপে পাঁচবার বিশ্বকাপ জয়ের শুরুটা হয় তাঁকে দিয়ে। ১৯৫৮,১৯৬২ এবং ১৯৭০ সালে তিনবার বিশ্বকাপ জয়ী দলে থাকা পেলে ব্রাজিলের হয়ে ৯২টি ম্যাচে ৭৭টি গোল করেন। তাঁর সঙ্গে আর্জেন্টিনার দিয়েগো মারাদোনার তুলনা টানা হয়। দুজন ফুটবল খেলা ছাড়ার পর কে সেরা তানিয়ে জোর চর্চা চলে বিশ্বজুড়ে। তাঁদের প্রজন্মে দুজনই সেরা বলে গণ্য করা হয়।

You may also like