মহানগর ডেস্ক : আবার একটি অঘটন, আবার ধর্ষণ। ঘটনাটি ঘটেছে ন্যাযাট থানার অন্তর্গত রাজবাড়ী ফাঁড়ি এলাকায়। ১৪ বছর বয়সের নাসিরা খাতুন কে ধর্ষণ করেন ৪৩ বছর বয়সের মিজান শেখ, এমনটায় উঠছে অভিযোগ। ন্যাযাট থানার ভারপ্রাপ্ত আধিকারিক ভরত প্রসূন পুরকাইত ঘটনার সত্যতা স্বীকার করে জানান যে ঘটনা নথিভুক্ত করে অভিযুক্তর বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে। পুলিশ এবং অন্যান্য সূত্র থেকে প্রাপ্ত খবর অনুযায়ী নাসীরা খাতুন কে ধর্ষণ করেন তারই বান্ধবীর বাবা মিজান শেখ। খবরে প্রকাশ নাসিরার ওপর এর আগেও বেশ কয়েকবার শারীরিক নির্যাতন চালালেও, অভিযোগ না করায় বিষয়টা কেউ জানতে পারেনি। কিন্তু এবার আর নীরবে সহ্য করেনি নাসিরা । জানাজানি হতেই রাজবাড়ি ফাঁড়িতে অভিযোগ জানান নাসীরার বাবা নাসির খানসামা। এই মর্মান্তিক ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে তৃণমূলের বসিরহাট সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদিকা শিরিয়া পারভীন মহানগর 24X7 কে বলেন যে, দোষী যাতে চরম শাস্তি পান তাঁর দাবি তিনি দলের ও প্রশাসনের সর্বোচ্চ নেতৃত্বর কাছে জানাবেন এবং নির্যাতিতা কিশোরী যাতে চিকিৎসা সহ সবরকম মানসিক ও সামাজিক সহায়তা পান তাঁর সব বন্দোবস্ত তিনি করবেন ।
আবারও ধর্ষণ! এবার ১৪ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ মিনাখা অঞ্চলে
- Advertisement -