বিক্রম ব্যানার্জী: লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর তরফে রবিবার ইজরায়েলে একাধিক ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ উঠেছিল। সেই সূত্র ধরেই পরেরদিন অর্থাৎ সোমবার লেবাননের সামরিক ঘাঁটি গুলিতে আক্রমণ চালায় ইজরায়েল। যার জেরে এখনও পর্যন্ত প্রায় 60 জনের মৃত্যুর খবর সামনে এসেছে।
ইজরায়েলি হামলায় নাজেহাল হিজবুল্লাহ!
ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীর হামলার প্রতিশোধ নিতে সোমবার লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর আস্তানা বেকা উপত্যকা সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় হামলা চালায় ইজরায়েল সেনা। সূত্রের খবর, উপত্যকার প্রায় 12টি এলাকা টার্গেট করা হয়েছিল। ফলত, একের পর এক ক্ষেপণাস্ত্রের জোরে কেঁপে উঠেছিল উপত্যকার অন্যতম অঞ্চল বালবেক।
সেই সাথে ইজরায়েলের হামলায় 60 জনের কাছাকাছি মানুষের প্রাণহানির খবর পাওয়া গিয়েছে। যাদের মধ্যে দুজন শিশুও ছিল বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। দিনভর হামলায় 60 জন নিহতদের মধ্যে 16 জনই বালবেক শহরের আল-আলাক্ব অঞ্চলের বাসিন্দা। ইতিমধ্যেই হতাহতদের উদ্ধার কাজ শুরু হয়ে গিয়েছে। আশঙ্কা করা হচ্ছে উদ্ধার কার্য শেষে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
প্রসঙ্গত, লেবাননে হওয়া ইজরায়েলি হামলা প্রসঙ্গে বালবেকের গভর্নর বাসির খুদর তীব্র নিন্দার সাথে জানিয়েছেন, ‘ইরান ও ইজরায়েলের মধ্যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হওয়ার পর এটিই ছিল সবচেয়ে সহিংস হামলা। লেবাননের মাটিতে আক্রমণ চালানো হতে পারে তা নিয়ে কোনও রকম সতর্কবার্তাও দেয়নি ইজরায়েল।’
আরও পড়ুন: টেস্ট ও টি-টোয়েন্টির পর এবার আফগানিস্তান সিরিজেও অনিশ্চিত সাকিব!