বিক্রম ব্যানার্জী: মালাইকা আরোরার সাথে অর্জুন কাপুরের সম্পর্কের ফাটল নিয়ে একাধিক গুঞ্জন ছড়িয়েছে সমাজ মাধ্যমে। সেই সাথে বিচ্ছেদের কারণ প্রসঙ্গেও দুই তারকার অন্যতে মন মজার কথাও উঠে এসেছিল নেট দুনিয়ায়। যদিও একে অপরের মধ্যে সম্পর্কের বন্ধন কতটা অটুট তা নিয়ে মুখ খোলেননি কেউই। এদিকে মালাইকা ও অর্জুনের সম্পর্কের খবর পেতে ব্যাকুল ভক্তরা। সম্প্রতি সেই অপেক্ষারই অবসান ঘটিয়েছেন বনি পুত্র। রোহিত শেঠির সিংহাম অ্যাগেইন ছবির প্রচারে এক দিওয়ালি পার্টিতে গিয়ে মালাইকার সাথে সম্পর্কের বিষয় খোলসা করলেন অভিনেতা!
মালাইকার সাথে সম্পর্কের বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন অর্জুন!
পরিচালক রোহিত শেঠির সিংহাম অ্যাগেইন মুভির প্রচার উপলক্ষে মুম্বইতে দিওয়ালি পার্টির আয়োজন করেছিলেন রাজ ঠাকরে। যেখানে উপস্থিত ছিলেন অজয় দেবগন, টাইগার শ্রফ, রোহিত শেঠি, অর্জুন কাপুর সহ মুভির প্রায় পুরো টিম। আর সেখানেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খোলেন অর্জুন কাপুর। এদিন ক্যামেরার মুখোমুখি হয়ে মালাইকার সাথে সম্পর্কের বিষয়ে বিস্তারিত কিছু না জানালেও অর্জুন বলেন, ‘আমি এখন সিঙ্গেল, রিল্যাক্স।’
মুম্বইয়ের পার্টিতে অর্জুনের করা মন্তব্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে অভিনেতার করা মন্তব্যের পাল্টা কোনও প্রতিক্রিয়া মেলেনি মালাইকা আরোরার তরফে। ফলত, 2018 সালের রঙিন দিনে শুরু হওয়া দুজনের প্রেমের সম্পর্ক 6 বছর পেরিয়ে এখনই থেমে যাবে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে ভক্তদের মনে। তবে অন্যান্য সময়ের মতোই কানে আসছে নতুন এক গুঞ্জন। সোশ্যাল মিডিয়ায় কান পাতলে শোনা যাচ্ছে, বয়সে বড় প্রাক্তন আরবাজ পত্নী মালাইকাকে মেনে নিতে রাজি নন অর্জুনের বাবা বনি কাপুর। সেই সাথে, বেশ কয়েকদিন ধরেই নাকি তৃতীয় ব্যক্তিতে মন মজেছে দুজনেরই। কাজেই সম্পর্ক আর এগিয়ে নিয়ে যেতে চান না তারা।
আরও পড়ুন: কেরালার মন্দিরে ভয়াবহ বিস্ফোরণ, আহতদের সংখ্যা 150 ছাড়িয়েছে