Home Breaking News ২৩ হাজার ৭৫৩ জন চাকরি প্রার্থীর নিয়োগ বাতিল, এসএসসি নিয়োগ দুর্নীতিতে বড় রায় আদালতের

২৩ হাজার ৭৫৩ জন চাকরি প্রার্থীর নিয়োগ বাতিল, এসএসসি নিয়োগ দুর্নীতিতে বড় রায় আদালতের

by Mahanagar Desk
55 views

মহানগর ডেস্ক: এসএসসি নিয়োগ দুর্নীতির রায়দান শুরু। আদালতের রায়— মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর কোনও নিয়োগের বৈধতা থাকছে না। গাজিয়াবাদে পাওয়া সব তথ্য বৈধ। ২৩ হাজার ৭৫৩ জনের চাকরি প্রার্থীর নিয়োগ বাতিল। নাইসা যে বরাত পেয়েছিল তা বৈধ নয়। ৬ মাসের মধ্যে অবৈধ চাকরি প্রার্থীদের বেতন ফেরত দিতে হবে। নাইসা ওয়েমার শিটের দায়িত্বে ছিল। নিয়োগ বাতিলে কিছু শর্ত আছে।

নিয়োগ দুর্নীতিতে সুবিধাভোগীদের চিহ্নিতকরণ বাকি, সেটা করতে হবে। এসএসসি নিয়োগ প্রক্রিয়া নতুন করে শুরু করতে হবে। রাজ্য সরকারের উপর এই রায় বড় ধাক্কা। ২০১৬ সালের নিয়োগ অবৈধ বলে ঘোষণা করা হয়। যারা এই অবৈধ কাজে জড়িত তাদের কেন্দ্রীয় ডদন্তকারী সংস্থা তলব করতে ও হেফাজতে নিতে পারবে। ২২ হাজার গ্রুপ সি, গ্রুপ ডি, মাধ্যমিক, উচ্চমাধ্যমিকে নিয়োগ বাতিল।

 

 

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved