মহানগর ডেস্ক: আসন্ন লোকসভা নির্বাচনের জন্য প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। প্রথম দফায় ১৯৫টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে গেরুয়া শিবির। শীর্ষে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আসন্ন লোকসভা নির্বাচনে বারাণসী থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। হেভিওয়েট মধ্যে রয়েছেন ৩৪ জন মন্ত্রী। প্রার্থী তালিকায় বাংলাতেও রয়েছে চমক।
এই নিয়ে তৃতীয়বারের মতো বারাণসী আসন থেকে লড়বেন প্রধানমন্ত্রী । ২০১৪ সালে, তিনি AAP সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে পরাজিত করেছিলেন এবং ২০১৯ সালে, সমাজবাদী পার্টির শালিনী যাদবের বিরুদ্ধে জিতেছিলেন এই কেন্দ্র থেকে।
কোন রাজ্যে কতজন প্রার্থীর নাম ঘোষণা করা হচ্ছে জেনে নিন…..
বাংলা: ২০টি আসন
মধ্যপ্রদেশ: ২৪টি আসন
গুজরাট: ১৫টি আসন
রাজস্থান: ১৫টি আসন
কেরালা: ১২টি আসন
তেলেঙ্গানা: ৯টি আসন
আসাম: ১১টি আসন
ঝাড়খণ্ড: ১১টি আসন
ছত্তিশগড়: ১১টি আসন
দিল্লি: ৫টি আসন
হেভিওয়েটদের তালিকায় যারা রয়েছেন…
অমিত শাহ: গান্ধীনগর
রাজনাথ সিং: লক্ষ্ণৌ
স্মৃতি ইরানি: আমেঠিডাঃ
জিতেন্দ্র সিং: উধমপুর
রবি কিষাণ: গোরক্ষপুর
কিরণ রিজিজু: অরুণাচল পশ্চিম
জ্যোতিরাদিত্য সিন্ধিয়া: গুনা
মহেশ কাশ্যপ: বস্তার
পারভীন খান্ডেলওয়াল: চাঁদনি চক, দিল্লি
মনোজ তিওয়ারি: উত্তর-পূর্ব দিল্লি
নিশিকান্ত দুবে: ঝাড়খণ্ডের গোড্ডা
অজয় মিশ্র টেনি: খেরি, ইউপি
শিবরাজ সিং চৌহান: বিদিশা
আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল : ডিব্রুগড়
বাংলায় ২০ জনের মধ্যে রয়েছেন অভিনেতা হিরণ চক্রবর্তী, শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী। এই প্রথম সৌমেন্দু বিজেপির হয়ে লড়াই করবেন কাঁথি থেকে। যে আসনে আগে লড়াই করতেন তাঁদের বাবা শিশির অধিকারী।
বাংলায় যারা যারা রয়েছেন তাঁরা হলেন….
যাদবপুর থেকে প্রার্থী হচ্ছেন ডক্টর অনির্বাণ গঙ্গোপাধ্যায়
জয়নগরে অশোক কান্ডারী
কোচ বিহারে নিশিথ প্রামাণিক
আলিপুরদুয়ারে মনোজ টিগ্গা
বালুরঘাটে সুকান্ত মজুমদার
মালদহ উত্তরে খগেন মুর্মু
মালদহ দক্ষিণ শ্রীরূপা মিত্র চৌধুরী
বনগাঁয় শান্তনু ঠাকুর
হুগলিতে লকেট চট্টোপাধ্যায়
বাঁকুড়ায় সুভাষ সরকার
আসানসোলে পবন সিং
বিষ্ণুপুরে সৌমিত্র খান
পুরুলিয়ায় জ্যোতির্ময় সিং মাহাতো
বোলপুরে পিয়া সাহা
হাওড়ায় রথিন চক্রবর্তী
রানাঘাটে জগন্নাথ সরকার
মুর্শিদাবাদে গৌরিশঙ্কর ঘোষ
বহরমপুরে নির্মল কুমার সাহা