মহানগর ডেস্ক: লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই সর্বভারতীয় রাজনীতিতে হু হু করে চড়ছে পারদ। একের পর এক চকে দেওয়ার মত সব ঘটনা ঘটছে। তৃতীয়বার যখন কেন্দ্রে ক্ষমতা দখলের জন্য ময়দানে নেমেছে বিজেপি ঠিক সেই সময়েই বিজেপি ছাড়লেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর।
হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর মঙ্গলবার রাজ্যে বিজেপি এবং জননায়ক জনতা পার্টির (JJP) মধ্যে সম্পর্ক ছিন্নের জল্পনার মধ্যে তাঁর পদ থেকে পদত্যাগ করেছেন। আসন্ন লোকসভা নির্বাচনের আগে এই ঘটনা চমকে দেওয়ার মত বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। মুখ্যমন্ত্রী রাজভবনে গিয়ে রাজ্যপাল বান্দারু দত্তাত্রেয়ের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। শোনা যাচ্ছে হরিয়ানার বিজেপি বিধায়করা নতুন মুখ্যমন্ত্রীকে চূড়ান্ত করতে বৈঠক করবেন। অর্জুন মুন্ডা, বিপ্লব দেব এবং তরুণ চুগ সহ দলের পর্যবেক্ষকরা ইতিমধ্যেই চণ্ডীগড়ে পৌঁছেছেন এবং তাঁরা বৈঠকে অংশ নেবেন। কিন্তু হঠাত কেন এই পদত্যাগ এই নিয়েই এখন বিস্তর জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।
সূত্র জানিয়েছে বিজেপি ছয়টি স্বতন্ত্র বিধায়ক এবং হরিয়ানা লোকহিত পার্টির (HLP) একজন নিয়ে একটি নতুন সরকার গঠন করতে পারে । ৯০-সদস্যের হরিয়ানা বিধানসভায়, বিজেপির ৪১ জন বিধায়ক, কংগ্রেস ৩০ এবং জেজেপি ১০ বিধায়ক রয়েছে। সাতজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন যেখানে ইন্ডিয়ান ন্যাশনাল লোকদল এবং HLP-এর একজন করে বিধায়ক রয়েছেন।