HomeBreaking News৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন, জেনে নিন তারিখগুলি

৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন, জেনে নিন তারিখগুলি

- Advertisement -

মহানগর ডেস্ক: পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। লোকসভা নির্বাচনের আগে এটাই হবে সেমিফাইনাল।

জেনে নিন কোন রাজ্যে কবে হবে নির্বাচন…

মিজোরাম – ৭ নভেম্বর 
ছত্তিশগড়-  ৭,১৭ নভেম্বর 
মধ্যপ্রদেশ –  ১৭ নভেম্বর 
রাজস্থান –   ২৩ নভেম্বর 
তেলেঙ্গানা –  ৩০ নভেম্বর 

বিজেপি শাসিত মধ্যপ্রদেশ ২৩০টি আসন, কংগ্রেস শাসিত রাজস্থান বিধানসভায় ২০০টি আসন, ভারত রাষ্ট্র সমিতি শাসিত তেলেঙ্গানা ১১৯টি , মিজোরামে ৪০টি এবং ছত্তিশগড়ে ৯০টি আসনে নির্বাচন হবে। কংগ্রেস বিজেপির জোর টক্কর দেখবে। এই দিন ঘোষণার পর যুদ্ধের দামামা যে বেজেই গেল তা আর বলার অপেক্ষা রাখে না।

Most Popular