বিক্রম ব্যানার্জী: ইজরায়েলের হামলায় শনিবার ভোররাতে কেঁপে উঠেছিল ইরানের রাজধানী তেহরান। লক্ষ্যবস্তুতে আঘাত হেনে ইজরায়েল প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র যুদ্ধ সমাপ্তির ঘোষণা করলে হামলায় 2 সেনার মৃত্যুর খবর জানায় ইরান। এরপরই ইজরায়েলের শেষ হামলার প্রতিশোধ নিতে উঠে পড়ে লেগেছে দেশটি। সদ্য পাওয়া এক তথ্য মারফত খবর, ইজরায়েলে পাল্টা আক্রমণের জন্য আঁটঘাট বেঁধে তৈরি ইরান। সম্ভবত শীঘ্রই পাল্টা আক্রমণ শানাতে পারে তারা।
ইজরায়েলে পাল্টা আক্রমন করতে চলছে ইরান!
ভোররাতে ইজরায়েলের আক্রমণ এক প্রকার আগুনে ঘি ঢালার মত ঘটনা ঘটিয়েছে। ইরানের এক সংবাদ সংস্থা জানায়, দেশের মাটিতে শত্রুপক্ষের আক্রমণ ঠেকাতে সর্বদা তৈরি ইরান। ইজরায়েল কোনও পদক্ষেপ নিলে তার পাল্টা জবাব দেওয়া হবে ইরানের তরফে। ইরানি সংবাদ সংস্থা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ক্ষমতাশালী দেশটির পরবর্তী পদক্ষেপ সম্পর্কে অস্পষ্ট হলেও একটা সংঘর্ষের আভাস পাওয়া গিয়েছে।
প্রসঙ্গত, ইজরায়েলের হামলায় 2 সেনার মৃত্যুর পাশাপাশি স্বল্প হলেও অপূরণীয় ক্ষতি হয়েছে ইরানের। যদিও দেশটির এক সংবাদ মাধ্যম জানিয়েছে, ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা আকাশ পথে ইজরায়েলের বেশিরভাগ হামলাই রুখতে সক্ষম হয়েছে। তবে রাজধানীতে হামলার পরবর্তী পদক্ষেপ যে খুব কঠিন হতে চলেছে সেই বিষয়ে আগেই জানিয়ে দিয়েছিলেন ইরানের কর্মকর্তারা। ফলত ইরান যদি পাল্টা হামলা চালায় সেক্ষেত্রে ইজরায়েলের পরবর্তী পথ কী হবে সেদিকেও নজর থাকবে সকলের।
আরও পড়ুন: বাংলাদেশর অধিনায়কত্ব ছাড়ছেন শান্ত, পরবর্তী ক্যাপটেন কে?