Home Breaking News লেবানন ও গাজা মিলিয়ে ইজরায়েলি হামলায় একদিনে নিহত 220

লেবানন ও গাজা মিলিয়ে ইজরায়েলি হামলায় একদিনে নিহত 220

by Mahanagar Desk
266 views

বিক্রম ব্যানার্জী: সময় যত গড়াচ্ছে ততই নিজের শক্তি প্রদর্শন করছে ইজরায়েল। সূত্রের খবর, মঙ্গলবার ইরানপন্থী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর লেবানন ঘাঁটি এবং ফিলিস্তিনিদের গাজা উপত্যকায় হামলা চালিয়ে প্রায় 220 জনের প্রাণ নিয়েছে ইজরায়েলি সেনা। কাজেই বলা যায়, শনিবার ভোররাতে ইরানের লক্ষ্যবস্তুতে আঘাত হানার পর যুদ্ধ সমাপ্তি ঘোষনা করেও শত্রুপক্ষের বিরুদ্ধে হামলা অব্যাহত রেখেছে নেতানিয়াহুর দেশ। 

শত্রু পক্ষকে শিক্ষা দিচ্ছে ইজরায়েল!

প্রাপ্ত তথ্য অনুযায়ী, গতকালের ইজরায়েলি হামলায় লেবাননে 77 জন এবং গাজা উপত্যকায় 143 জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে উত্তর গজায় নিহতের সংখ্যা 123। সাম্প্রতিক তথ্য মারফত জানা গিয়েছিল, ইরানপন্থী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ইরান হামলার প্রতিশোধে প্রায় 75 টি ক্ষেপণাস্ত্র প্রয়োগ করেছিল ইজরায়েলে। যার ফলস্বরূপ লেবাননে হামলা চালিয়ে ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দিয়েছে ইজরায়েল সেনাবাহিনী। গতবছর 7 অক্টোবর গাজা যুদ্ধের পর থেকে লেবাননে হামলা চালাচ্ছে শক্তিধর দেশটি। অন্যদিকে বিগত কয়েক দিন ধরে উত্তর গাজায়ও চলছে আক্রমণ। 

উল্লেখ্য, 2023 সালের অক্টোবরের পর থেকেই লেবানন ও ইজরায়েলের মধ্যে দ্বিপাক্ষিক লড়াই তীব্র হয়েছে। এখনও পর্যন্ত যা খবর, সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রতিশোধ নিতে লেবাননের বিভিন্ন অঞ্চলে হওয়া ইজরায়েলি হামলায় প্রায় 2 হাজার 78ও জন মানুষের মৃত্যু হয়েছে। গত বছরের পরিসংখ্যান মিলিয়ে হতাহতের সংখ্যা 12 হাজার 773। 

আরও পড়ুন: টেস্টের দ্বিতীয় সেশনে চোখে সর্ষের ফুল দেখছে বাংলাদেশ, ব্যাট হাতে দাপট অব্যাহত জর্জিদের

You may also like