মহানগর ডেস্ক: ইন্টারনেট ম্যাজিক। এবার চিনের প্রযুক্তি সংস্থাগুলি বিশ্বের দ্রুততম ইন্টারনেট নেটওয়ার্কের সূচনা করল। এই ইন্টারনেট নেটওয়ার্কের মাধ্যমে প্রতি সেকেন্ডে ১.২ টেরাবাইট ডেটা পাঠাতে সক্ষম হবে। ফলে প্রতি সেকেন্ডে দেড়শোটি সিনেমা পাঠাতে পারবে। সাউথ চায়না মর্নিং পোস্টের খবর, এই নয়া ইন্টারনেট রুটের বর্তমানে বড় বড় ইন্টারনেট নেটওয়ার্কের যে গতি রয়েছে, তার চেয়ে দশগুণ বেশি গতি হবে। এটি সিংহুয়া ইউনিভার্সিটি, চায়না মোবাইল, হুয়েই টেকনোলজি ও সারনেট কর্পোরেশনের সম্মিলিত উদ্যোগ বলে জানা গিয়েছে। বিস্তৃত অপটিকাল কেবল সিস্টেমের মাধ্যমে নেটওয়ার্কটি বেজিং, উহান, গুয়ানঝাউয়ের সঙ্গে তিন হাজার কিলোমিটার ছড়িয়ে রয়েছে। এটি বিস্ময়করভাবে এক হাজার দুশো গিগাবাইট প্রতি সেকেন্ডে সম্প্রচার করতে সক্ষম। বিশ্বের অধিকাংশ ইন্টারনেট ব্যাকবোন নেটওয়ার্ক প্রতি সেকেন্ডে মাত্র একশো গিগাবাইট পাঠাতে পারে। সম্প্রতি আমেরিকা তাদের ফিফথ জেনারেশন ইন্টারনেট টু চালু করেছে। ওই প্রযুক্তির মাধ্যমে প্রতি সেকেন্ডে ৪০০ গিগাবাইট পাঠাতে সক্ষম। সব মিলিয়ে চিনের এই নয়া ইন্টারনেট নেটওয়ার্ক বিশ্বের বাকি দেশগুলিকে বহু পেছনে ফেলে দিল। উল্লেখ্য বেজিং-উহান-গুয়াংঝাউয়ের সংযোগ চিনেক ভবিয্যৎ ইন্টারনেট প্রযুক্তি পরিকাঠামো উদ্যোগ হিসেবে মনে করা হচ্ছে। গত একদশক ধরে এ ব্যাপারে উদ্যোগ নেওয়া হচ্ছিল। এবার সেই আকাশচুম্বী সাফল্য পেল চিন।
এক সেকেন্ডে দেড়শোটি সিনেমা, ইন্টারনেট নেটওয়ার্কে যুগান্তকারী সাফল্য চিনের
previous post