বিক্রম ব্যানার্জী: মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনকে দীর্ঘদিন ধরে পশ্চিমা ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালানোর চেষ্টা করে সেক্ষেত্রে তার জবাব দেবে মস্কো। সম্প্রতি এমনই এক ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনে মার্কিন সহায়তা ও তার ফলস্বরূপ রাশিয়ায় আক্রমণ এই বিষয়ে কোন দিকে মোড় নেবে রুশ প্রতিরক্ষা তা নিয়ে গভীর আলোচনা চলছে বলেই খবর।
রাশিয়ায় হামলার ফল কী হতে পারে?
দেশের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন জানান, পশ্চিমা ক্ষেপণাস্ত্র যদি রাশিয়াকে আঘাত করে সেক্ষেত্রে কীভাবে তার পাল্টা জবাব দেওয়া হবে সেই বিষয় নিয়ে যথেষ্ট সতর্ক রাশিয়ার প্রতিরক্ষা। তা নিয়ে ভাবনা চিন্তাও করছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এরই মধ্যে রবিবার মন্ত্রালয় জানিয়েছে, ভোররাতে হওয়া ইউক্রেনের হামলায় প্রায় 51 টি ড্রোন ধ্বংস করেছে রাশিয়ার প্রতিরক্ষা বাহিনী।
এখনও পর্যন্ত যা খবর, রাশিয়ার বেলগোরোদ শহরের সীমান্ত অঞ্চলে 16টি ড্রোন হামলা প্রতিহত করেছে রাশিয়া। অন্যদিকে মস্কোর দক্ষিণ-পূর্বে তামবোভ এলাকায় ইউক্রেনের 18 টি ড্রোন ধ্বংস করা হয়েছে। সেই সাথে আরও 17 টি ড্রোন ওরিওল ও কুরস্ক অঞ্চল থেকে আঘাত হেনে নামিয়েছে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা বাহিনী। ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার তেমন একটা ক্ষয়ক্ষতি না হলেও একজন মহিলার আহত হওয়ার খবর মিলেছে। সেই সাথে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি গাড়িও।
প্রসঙ্গত, রাশিয়ায় ইউক্রেন হামলা প্রসঙ্গে এখনও পর্যন্ত কোনও স্পষ্ট খবর মেলেনি। তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের খবরের পর রুশ ও ইউক্রেন দুই দেশের ব্লগারদের তরফে খবর, রুশ বাহিনী পূর্ব ইউক্রেনের বেশ কয়েকটি শহরের দিকে অগ্রসর হয়েছে। সম্ভবত জেলেনস্কির দেশের অন্যতম শহর পোকরোভস্ক শীঘ্রই দখলে নিয়ে নিতে পারেন তারা।
আরও পড়ুন: লরেন্স আতঙ্কের মধ্যেই 5 বলিউড নায়িকাকে নিয়ে বড় ঘোষণা সলমানের