Home Breaking News ঐশ্বর্যকে মেরে গলার হার ভেঙে দিয়েছিল সলমান, লরেন্স গ্যাং ওর থেকে অনেক ভাল! বিস্ফোরক মন্তব্য সোমি আলির

ঐশ্বর্যকে মেরে গলার হার ভেঙে দিয়েছিল সলমান, লরেন্স গ্যাং ওর থেকে অনেক ভাল! বিস্ফোরক মন্তব্য সোমি আলির

by Mahanagar Desk
491 views

বিক্রম ব্যানার্জী: লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের একের পর এক প্রাণনাশের হুমকিতে এক প্রকার কোণঠাসা হয়ে পড়েছেন বলিউড স্টার সলমান খান। বাবা সিদ্দিকির মৃত্যুর পর থেকেই দুষ্কৃতি আতঙ্কের মধ্যে দিয়ে দিন কাটছে ভাইজানের। বলিউড অভিনেতার এমন পরিস্থিতিতে তাকে নিয়ে মন্তব্য করতে ছাড়লেন না প্রাক্তন প্রেমিকা সোমি আলি। সলমানের পুরনো প্রেম নিয়ে সরব হয়ে একাধিক বিস্ফোরক মন্তব্য করেছেন অতীত প্রেমিকা। 

সলমানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য সোমি আলির 

লরেন্স আতঙ্কের মধ্যেই প্রাক্তন প্রেমিকার নিশানায় বলিউড অভিনেতা সলমান খান। অভিনেতার প্রাক্তন প্রেমিকাদের কথা উল্লেখ করে একাধিক মন্তব্য করেছেন সোমি। সঙ্গীতা বিজলানি থেকে ক্যাটরিনা কাইফ সহ ঐশ্বর্য রাই, ভাইজানের প্রাক্তন প্রেমিকা সোমির তালিকায় নাম রয়েছে সকলেরই। সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সোমি জানান, ‘সলমান খান তার সাথে যে আচরণ করেছে, তাকে যেভাবে হেনস্থা করেছে তা আর কারোর সাথে করেননি। প্রাক্তন প্রেমিকা আরও বলেন, লরেন্স বিষ্ণোই গ্যাং সলমান খানের চেয়ে ঢের ভাল।’ 

সলমানের প্রাক্তন বান্ধবী আরও সংযোজন, ‘বলিউড অভিনেতা তার সাথে সম্পর্কে থাকাকালীন সঙ্গীতা বিজলানি এবং ক্যাটরিনার সাথেও সম্পর্কে ছিলেন।’ এরপরই ঐশ্বর্য রায়ের প্রসঙ্গ টেনে সোমি বলেন, ‘ঐশ্বর্যকে মেরে ওর গলার হার ভেঙে দিয়েছিল সলমান।’ তবে ক্যাটরিনার প্রসঙ্গে বিশেষ কিছু জানেন না তিনি। যদিও নিজের প্রসঙ্গে মুখ খুলে চাঁচাছোলা ভাষায় প্রাক্তন সলমান বান্ধবী বলেন, ‘সলমান তাকে একবার প্রচন্ড মারধর করেছিলেন যা দেখে বাড়ির মালিক ছুটে এসে তাকে থামতে অনুরোধ করেন।’ 

বলা বাহুল্য, বর্তমানে একটি এনজিও সংস্থা চালাচ্ছেন সোমি। সলমান খানের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনার পর প্রাক্তন প্রেমিকার শেষ সংযোজন, সলমান খান তাকে মেরে বিছানায় ফেলে রেখেছিলেন বেশ কিছুদিন যন্ত্রণায় ছটফট করেছেন তিনি। কিন্তু একবারের জন্যও তার সাথে দেখা করতে আসেননি ভাইজান। 

আরও পড়ুন: শ্রেয়াস-রাসেল-স্টার্কদের ছাঁটাই করছে কেকেআর! জেনে নিন কারণ

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved

Facebook Twitter Youtube Pinterest Linkedin Spotify