Homeব্রেকিংবিশ্বকাপ জ্বরে কাঁপছে দেশ, একটা টিকিটের দাম শুনলে চমকে যাবেন!

বিশ্বকাপ জ্বরে কাঁপছে দেশ, একটা টিকিটের দাম শুনলে চমকে যাবেন!

- Advertisement -

মহানগর ডেস্ক: বিশ্বকাপ জ্বরে কাঁপছে গোটা দেশ। রবিবার বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে ভারত। তার আগেই তুঙ্গে উন্মাদনা। ২০১৩ সাল থেকে বিশ্বকাপ ক্রিকেটে খরায় ভুগছে ভারত। রবিবার তারা পাঁচ বারের চ্যাম্পিয়ান অস্ট্রেলিয়াকে হারিয়ে কাপ জয় করতে পারে কিনা, তার প্রহর গুনছে দেশের অসংখ্য ক্রিকেট প্রেমী। এবারের বিশ্বকাপে ভারতই একমাত্র দেশ, যারা একটি ম্যাচও হারেনি। দশটি ম্যাচের দশটিতেই জিতেছে তারা। তাই প্রত্যাশা তুঙ্গে। বিরাট কোহলি, রোহিত শর্মা, মহম্মদ শামির অপ্রতিরোধ্য পারফরমেন্সে একেবারে চূড়োয় বসে আছে টিম ইন্ডিয়া। দেশের ক্রিকেট টিমকে নিয়ে রীতিমতো চূড়ান্ত আশায় ভারতের ক্রিকেট প্রেমীরা। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আগামীকাল ভারতের জয় দেখার জন্য উন্মুখ হয়ে থাকবেন সবাই। আর এই নজিরবিহীন উত্তেজনায় টিকিটের দামও বেড়েছে আকাশছোঁয়া। ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সাইট ভিয়াগোগো থেকে জানা গিয়েছে ফোর টায়ার একটি টিকিটের দাম এক লক্ষ সাতাশি হাজার চারশো সাত টাকায় দাঁড়িয়েছে। সব থেকে কম দামের টিকিট বত্রিশ হাজার টাকা। এদিকে অস্ট্রেলিয়া টিমের অধিনায়ক প্যাট কামিংস মহম্মদ শামি প্রশংসায় পঞ্চমুখ। বলেছেন ওই ক্রিকেটারই অস্ট্রেলিয়ার কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

Most Popular