Home Featured UP: অতিথিদের সামনেই বউকে জাপটে ধরে চুমু বরের! অপরাধে বিয়ে ভাঙতে থানায় নববধূ

UP: অতিথিদের সামনেই বউকে জাপটে ধরে চুমু বরের! অপরাধে বিয়ে ভাঙতে থানায় নববধূ

by Arpita Sardar

মহানগর ডেস্ক: জমিয়ে চলছিল বিয়ের রিসেপশন পার্টি। সেখানে উপস্থিত ছিলেন কমপক্ষে ৩০০ জন অতিথি। মঞ্চের উপর রাজকীয় ভাবে সাজানো সোফায় বসেছিলেন নববধূ (Bride) ও বর (groom)। হঠাৎই সেখানে সবার সামনে স্ত্রী’কে চুমু (kiss) খেয়ে নেন যুবক। এরপরই তিরিক্ষি হয়ে ওঠে বউ, সবার সামনে স্বামী অপমান করেছে বলে দাবি তুলে নালিশ জানাতে থানায় যায় ওই বধূ। এমনকি সংসার না করার সিদ্ধান্ত নেয় বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (UP) সম্ভল জেলায়।

সূত্রের খবর, গত ২৬ নভেম্বর উত্তরপ্রদেশ সামুহিক বিবাহ যোজনা-র অনুষ্ঠানে বিবাহ সম্পন্ন হয় এই দম্পতির। এরপরই ২৮ নভেম্বর বরের বাড়িতেই আয়োজিত হয় রিসেপশন। আর সেখানেই হঠাৎ প্রায় ৩০০ জন অতিথির সামনে বউকে জড়িয়ে ধরে চুমু খায়। আর এতেই ঘটে ছন্দপতন। মঞ্চ থেকে নেমে সোজা ঘরে চলে যান। এরপর রেগে গিয়ে থানায় চলে যান বিয়ে ভাঙতে।
সঙ্গে সঙ্গে তাঁর বরের পরিবারের লোকজন গিয়ে তাঁকে বুঝিয়ে সুঝিয়ে বিষয়টি মিটমাটের চেষ্টা করে। কিন্তু তাতে কোনও লাভ হয়নি।

থানায় গিয়ে তিনি বলেন, ‘আমি আমার বাড়িতেই থাকব। আমি আর তাঁর সঙ্গে থাকতে চাই না। যে মানুষ ৩০০ জন লোকের সামনে এধরনের কাজ করতে পারে, তাঁর সঙ্গে ঘর করা সম্ভব নয়। এর জন্য তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।’

You may also like