Home Uncategorized Matrimonial Advertisement: বছরে আয় ৩০ লাখ, IIT পাশআউট, ২ এর বেশি ভাইবোন থাকা যাবে না! ভাইরাল ‘পাত্র চাই’ বিজ্ঞাপন

Matrimonial Advertisement: বছরে আয় ৩০ লাখ, IIT পাশআউট, ২ এর বেশি ভাইবোন থাকা যাবে না! ভাইরাল ‘পাত্র চাই’ বিজ্ঞাপন

by Arpita Sardar
Matrimonial advertisement,bride, groom, husband criteria

মহানগর ডেস্ক: বিয়ে নিয়ে প্রত্যেকেরই একটি ফ্যাসিনেশন আছে। কেউ চান মনের মানুষের হাত ধরে জীবন কাটাতে। আবার বিজ্ঞাপনী প্রচারের মাধ্যমে যাকে উপযুক্ত মনে করবে তার সাথেই গাঁটছড়া বাঁধতে চায়। কারণ যতই যাইহোক সারা জীবন একসাথে থাকার ব্যাপার বলে কথা। ফলে সঠিক সঙ্গী বাছাই করা এক্ষেত্রে জরুরি বলে মনে করেন অনেকেই। এই নিয়ে প্রচার মাধ্যম থেকে শুরু করে নানান ম্যাট্রিমোনিয়াল সাইটে বিজ্ঞাপণ চোখে পড়ে সকলের। সদ্য সোশ্যাল মিডিয়ায় তেমনই একটি বিজ্ঞাপন পোস্ট ভাইরাল হয়েছে।

কি এমন রয়েছে সেই বিজ্ঞাপনে? কেন হলো ভাইরাল? চলুন দেখে নেয়া যাক।

যে পোস্টটি ভাইরাল হয়েছে, সেখানে একটি জনৈক পাত্রীর জন্য পাত্র খোঁজা হচ্ছে। আর সেখানেই তার হবু বরের যোগ্যতা সম্পর্কে একটি বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে এই বিজ্ঞাপনে। সেখানে সাফ ছেলের যোগ্যতা নির্ধারণে লেখা রয়েছে-
১. দেশের ‘টিয়ার ওয়ান’ শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশ করতে হবে। এই শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- আইআইটি হায়দ্রাবাদ, দিল্লি, বেঙ্গালুরু। আইআইএম হলে তা দিল্লি, কলকাতা, লখনউ, বেঙ্গালুরু, ইন্দোর, কোঝিকোড হতে হবে। এছাড়াও যাদবপুর বিশ্ববিদ্যালয়, বিটস পিলানি, আইআইএসসি বেঙ্গালুরু সহ দেশের নামী প্রতিষ্ঠানের কোনও একটি থেকে উচ্চশিক্ষা সম্পন্ন হতে হবে ব্যক্তিকে।
২. পাত্রের বেতন হতে হবে বার্ষিক ৩০ লাখ।
৩. দিল্লি এনসিআর এলাকায় থাকতে হবে।
৪. কর্পোরেট সেক্টরেই কাজ করতে হবে।
৫. পত্রের ২ এর বেশি ভাইবোন থাকলে সে বাতিল।
এগুলি না থাকলে পাত্র বিয়ের জন্য যোগ্য বলে বিবেচিত হবেনা।

এহেন পাত্র পাত্রী বিজ্ঞাপনের পোস্ট ভাইরাল হতেই পাত্র খোঁজার রূপ দেখে জোর চর্চা শুরু করেছেন বহু নেটিজেন। তাঁরা বলছেন, এ বিজ্ঞাপন বিয়ে নয়, স্বামী ‘নিয়োগ’ এর একটি চেষ্টা। এদিকে, ওই বিজ্ঞাপনে ২ এর বেশি ভাইবোন না থাকা, দেশের নামী প্রতিষ্ঠানের নাম উল্লেখ নিয়েও মশকরা শুরু করেছেন। তবে অনেকেই বলছেন, স্বামী বেছে নেওয়া একেবারে কোন নারীর ব্যক্তিগত বিষয়। তাতে খোঁচা দেওয়া অনুচিত। তবে, বিবাহযোগ্য সন্তানের পাত্র বা পাত্রী খুঁজতে বহু পরিবারই একেবারে বাজার থেকে খুঁটিয়ে খুঁটিয়ে ভালো জিনিস কেনার মতন পাত্র বাছাই করে নেন। এবার তেমনই একটি বিজ্ঞাপণ নিয়ে শুরু হয়েছে বেশ চর্চা।

You may also like