মহানগর ডেস্ক: বিশ্বের পটভূমিতে নিজেদের পরিসর বাড়াচ্ছে চিন। এরই মধ্যে উল্লেখযোগ্য মন্তব্য করলেন ভারতে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালেক্স এলিস। ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভারতের বিশেষ গুরুত্ব রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
এলিস বলেন, “প্রধানমন্ত্রী জনসন ও প্রধানমন্ত্রী মোদি একে অপরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। যুক্তরাজ্য বিশ্বাস করে যে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভারতের বিশেষ গুরুত্ব রয়েছে।”
পাশাপাশি এদিন জলবায়ু পরিবর্তন নিয়েও মুখ খুলেছেন যুক্তরাজ্যের প্রতিনিধি। তাঁর মতে জলবায়ু পরিবর্তন খাতে ভারতের ভূমিকার বিশেষ গুরুত্ব রয়েছে। তিনি এদিন বলেন, “ভারত একটি বড় দেশ। এই দেশের জনসংখ্যাও অনেক বেশি। তাই জলবায়ু পরিবর্তন বিষয়ক যে কোনও আলোচনায় ভারতের ভূমিকা গুরুত্বপূর্ণ।”
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই মুহূর্তে ইটালিতে রয়েছেন। সেখান থেকে তিনি যুক্তরাজ্যের গ্লাসগো শহরে পাড়ি দেবেন। সেখানে নভেম্বরের ১-২ তারিখ পরিবেশ বিষয়ক COP26 অনুষ্ঠিত হতে চলেছে। পাশাপাশি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করবেন তিনি।
Also Read:
‘ উনি বলতে চেয়েছেন বিজেপির বিরুদ্ধে কংগ্রেসের লড়াইয়ের পদ্ধতি ভুল ‘, প্রশান্ত কিশোরের মন্তব্যের সাফাই মমতার
কংগ্রেস নয়, আঞ্চলিক দলের সঙ্গে গটবন্ধন করেই গোয়া জয়ের স্বপ্ন দেখছে তৃণমূল!
বুথে যাওয়ার আগেই খুনের হুমকি! বিজেপি এজেন্টকে ঘরে তালা বন্ধ করে রাখলেন মা