মহানগর ডেস্ক: পাশবিক,বর্বর! এ রাজ্যের মুর্শিদাবাদে ঘটে গেল এমনই এক শিউরে ওঠা ঘটনা, যা রীতিমতো আতঙ্ক জাগানো। দুই মহিলা সমকামী এবং দুজনের সঙ্গে সম্পর্ক রয়েছে,এমন সন্দেহে রাত এগারোটা নাগাদ তাদের ঘরে ঢুকে ঘুমন্ত দুই মহিলাকে ধর্ষণের চেষ্টা করল তিনজন। যদিও ওই দুই মহিলা জানায় তারা বন্ধু। কিন্তু তাতেও তাদের সন্দেহ যায়নি। সমকামী সন্দেহে দুই মহিলাকে পাশবিকভাবে ধর্ষণের (Brutal Attempt To Rape) চেষ্টা করে ওই তিনজন। তাদের শাড়ি ছিঁড়ে পায়ে এবং পেটে গরম লোহার ছ্যাঁকা দেওয়া হয় বলে অভিযোগ জানিয়েছে আক্রান্ত দুই মহিলা। পাশবিক ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের (Murshidabad) অধুনা বেদিয়াপাড়া গ্রামে। অভিযুক্ত তিন জনের নাম জানতে পেরেছে পুলিশ।
তারা হল সাহেব শেখ,কদম মোল্লা ও সামজের শেখ। তিনজনই মুর্শিদাবাদের বাসিন্দা। আক্রান্ত এক মহিলা জানিয়েছে, সে তার বন্ধুর বাড়িতে গিয়েছিল। সাহেব,কদম ও সামজের তাকে মারতে শুরু করে। বাধা দিলে ধর্ষণের চেষ্টা করে। তারা তাকে গরম লোহার রড দিয়ে ছ্যাঁকা দেয়। ওই মহিলার বান্ধবী তাদের বাধা দিলে তাকেও বেধড়ক মারধর করে ওই তিনজন। যদিও এই ঘটনা তারা বাড়িতে জানায়নি।এজজনের অবস্থা খারাপ হওয়ায় তাকে সাগরদিঘি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একসপ্তাহ পর হাসপাতাল থেকে তাকে ছেড়ে দেওয়া হয়। এই ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও তাদের গ্রেফতার করতে গেলে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়ে পুলিশ। এই ঘটনায় আরও কারা কারা জড়িত, তার খোঁজ করছে পুলিশ। এক নিগৃহীতার মা জানিয়েছেন তাঁর মেয়ে বিড়ি বেঁধে রোজগার করে। কখনও কখনও বান্ধবীর সঙ্গে থাকে। তাঁরা দোষী তিনজনের শাস্তি চান।