Home Entertainment BSNL: ৪৯৯ টাকায় ৩৩০০ জিবি ডেটা, আনলিমিটেড কলিং, অফারের ছড়াছড়ি বিএসএনএলের

BSNL: ৪৯৯ টাকায় ৩৩০০ জিবি ডেটা, আনলিমিটেড কলিং, অফারের ছড়াছড়ি বিএসএনএলের

by Arpita Sardar

মহানগর ডেস্কঃ ভারত সঞ্চার নিগম লিমিটেড অর্থাৎ বিএসএনএল বাজারে নিয়ে এল নতুন ব্রডব্যান্ড প্ল্যান। এই প্ল্যানের খরচ প্রতি মাসে ৪৯৯ টাকা। এই প্ল্যানের মাধ্যমে ব্যবহারকারীরা পেতে চলেছেন, ৩৩০০ জিবি হাই-স্পিড ডেটা। যদি এই হাই-স্পিড ডেটার স্পিড কমে যাবে বা শেষ হয়ে যাবে তখন তা ৪ এমবিপিএস – এর গতিতে চলবে।

বিএসএনএলের তরফে জানানো হয়েছে, এই প্ল্যানে আসলে ৪০ এমবিপিএস স্পিডেই ডেটা দেওয়া হবে। তবে ব্যবহারকারীরা চাইলে ৩৩০০ জিবি-র হাই স্পিড ডেটাও ব্যবহার করতে পারেন। সেটা শেষ হলেই ৪ এমবিপিএস গতিতে আনলিমিটেড ডেটা পাওয়া যাবে।

তবে শুধু হাই স্পিড ডেটাই নয়। এই ব্রডব্যান্ড ব্যবহার করার ফলে গ্রাহকেরা আনলিমিটেড ফোন কলিং- এর সুবিধাও পাবেন। টেলিকম টক থেকে এই বিষয়টাই জানানো হয়েছে। পাশাপাশি গ্রাহকদের জন্য প্রথম মাসে রয়েছে ৫০০ টাকার ডিসকাউন্ট।

একইসঙ্গে এই কোম্পানির তরফে আরও একটি ব্রডব্যান্ড প্ল্যানের কথা জানা যাচ্ছে। সেই প্ল্যানটির খরচ আগের প্ল্যানের চেয়ে ৫০ টাকা কম। তবে মনে করা হচ্ছে, আগামীদিনে বিএসএনএল তাদের ৭৭৫ টাকা এবং ২৭৫ টাকার ব্রডব্যান্ড পরিষেবাগুলি বন্ধ করে দেবে। ১৫ নভেম্বর পর্যন্ত এই প্ল্যান দুটি চালু থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

বাজারে জিও বা এয়ারটেল ইত্যাদির সঙ্গে পাল্লা দিয়ে বিএসএনএলের এই ধামাকা প্ল্যানিং আগামীদিনে গ্রাহকদের বিএসএনএলের পুরনো বিশ্বাস ফিরিয়ে আনতে পারে কিনা সেটাই দেখার।

You may also like