Home Featured Narendra Modi: শিলান্যাসের ২৮ মাসের মধ্যেই চালু বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ে, উদ্বোধনী অনুষ্ঠান থেকে বিরোধীদের তোপ মোদির

Narendra Modi: শিলান্যাসের ২৮ মাসের মধ্যেই চালু বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ে, উদ্বোধনী অনুষ্ঠান থেকে বিরোধীদের তোপ মোদির

by Anamika Nandi
Narendra Modi: শিলান্যাসের ২৮ মাসের মধ্যেই চালু বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ে, উদ্বোধনী অনুষ্ঠান থেকে বিরোধীদের তোপ মোদির

মহানগর ডেস্ক: শনিবার উত্তরপ্রদেশের জালাউনে বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ের (Bundelkhand Expressway) উদ্বোধন করেছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ২৯৬ কিলোমিটার চওড়া চার লেনের এই এক্সপ্রেসওয়ে। খরচ হয়েছে ১৪ হাজার ৮৫০ কোটি টাকা। ২০২০-র ফেব্রুয়ারিতে এই প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন নমো। ২৮ মাসের মধ্যেই চালু হল এই এক্সপ্রেসওয়ে।

জানা গিয়েছে, উত্তরপ্রদেশের ৭ জেলার মধ্য দিয়ে গিয়েছে এই রাস্তা। আগে যেখানে দিল্লি পৌঁছাতে ১০ ঘণ্টা সময় লাগতো তা, এখন ৬ ঘন্টায় পৌঁছানো যাবে। এদিন এক্সপ্রেসওয়ে-এর উদ্বোধনের আগে টুইটে প্রধানমন্ত্রী লেখেন, “স্থানীয় অর্থনীতিতে বদল আসবে এই এক্সপ্রেসওয়ে-এর জন্য। পরিকাঠামগত উন্নয়নের জেরে প্রচুর বিনিয়োগ হবে উত্তর প্রদেশে। যা যুবকদের নতুন কাজ পেতে সাহায্য করবে”। এরপর উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার উন্নয়নের প্রতীক হিসেবে এক্সপ্রেসওয়েকে চিহ্নিত করেছেন যোগী আদিত্যনাথ।

উদ্বোধনী অনুষ্ঠানে যোগীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন মোদি। সেইসঙ্গে বিরোধীদের দিকে আঙুল তুলেছেন তিনি। তাঁর বক্তব্য, ‘আজকাল আমাদের দেশে বিনামূল্যে রেওয়ারি বিতরণ করে ভোট কেনার চেষ্টা চলছে। দেশের বিকাশের জন্য এই সংস্কৃতি ঘাতকের মত। বিশেষত যুবকদের সতর্ক থাকার দরকার রয়েছে। কেউ আপনাদের জন্য নতুন এক্সপ্রেসওয়ে বানাবে না বা নতুন এয়ারপোর্ট বা ডিফেন্স করিডর বানাবে না। খয়রাতির সংস্কৃতি দেশ থেকে সরিয়ে দিতে হবে’। প্রধানমন্ত্রীর কথায়, ‘আমরা গরিবের জন্য কোটির বেশি ঘর বানিয়েছি। ছোট-বড় ড্যাম তৈরি করেছি। নতুন নতুন বিজলির কারখানা করেছি যাতে কৃষক, গরীবের জীবন-যাপন সহজ হয়। সেইসঙ্গে দেশের যুবকদের আগামী ভবিষ্যৎ অন্ধকারে ডুবে না যায় তার কথা ভেবেছি। ডেডলাইনের আগে আমরা কাজ শেষ করি’।

সূত্র অনুযায়ী, যোগীরাজ্যে কাজ চলছে ৫৯৪ কিমি দীর্ঘ গঙ্গা এক্সপ্রেসওয়ের। গোরক্ষপুর-আজমগড়ের মধ্যে ৯২ কিমি দীর্ঘ রাস্তা তৈরি করা হচ্ছে। অন্যদিকে এর আগে যমুনা এক্সপ্রেসওয়ে ও আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়ের উদ্বোধন হয়েছে। এক কথায় অন্য রাজ্যকে পিছনে ফেলে উন্নয়নের ক্ষেত্রে এগিয়ে চলেছে উত্তরপ্রদেশ।

You may also like