মহানগর ডেস্ক: বিয়ের প্রস্তাবে সোজা না করে দিয়েছিলেন পিইচডি ছাত্রী প্রেমিকা। তাকে বুঝিয়ে সুজিয়ে কিছুতেই রাজি করাতে না পেরে নিজের গায়ে আগুন দিলেন প্রেমিক (Set On Fire Himself)। তারপর প্রেমিকার গায়ে আগুন ধরাতে তাঁকে জড়িয়ে ধরলেন প্রেমিক ( Burning Student)। গুরুতর অগ্নিদ্বগ্ধ দুজনকে সঙ্গেসঙ্গে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষছেন দুজনে। দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের আউরঙ্গাবাদে। প্রেমিক-প্রেমিকা দুজনেই ড. বালাসাহেব আম্বেদকর মারাঠাওয়াদা বিশ্ববিদ্যালয়ে জুলজিতে পিএইচডি পড়ছেন।
পড়তে পড়তেই ওই ছাত্রীর প্রেমে পড়ে যান ছাত্রটি। সোমবার বিকেলে ছাত্রীটি যখন হনুমান টেকডি এলাকায় গভর্নমেন্ট ফরেনসিক কলেজে বায়োফিজিক্স বিভাগের কেবিনে তাঁর প্রজেক্টের কাজ করছিলেন,তখন ছাত্রটি সেখানে জোর করে ঢোকে। সেখানে তাঁকে বিয়ের কথা বলেন ছাত্রটি। কিন্তু ছাত্রীটি তাঁকে না করে দেওয়ায় সঙ্গে আনা পাত্র থেকে নিজের গায়ে পেট্রল ঢেলে জ্বালিয়ে দেন তিনি। ছাত্রীর গায়েও পেট্রল ঢেলে দেন। তারপর লাইটার জ্বেলে আগুন ধরিয়ে দেন প্রেমিক। তারপর জড়িয়ে ধরেন ছাত্রীটিকে। গুরুতর অগ্নিদ্বগ্ধ অবস্থায় তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুজনকে ভর্তি করা হয় হাসপাতালে। ছাত্রটির শরীরের নব্বই শতাংশ পুড়ে গিয়েছে। ছাত্রীর অবস্থা ভালো নয় বলে জানা গিয়েছে। অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে অগ্নিদ্বগ্ধ ছাত্রীর পরিবার ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা রুজু করেছে।