Home National C V Ananda Bose: দায়িত্ব গ্রহণের পরই প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রাজ্যপালের, আলোচনা বাংলার উন্নয়ন নিয়ে

C V Ananda Bose: দায়িত্ব গ্রহণের পরই প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রাজ্যপালের, আলোচনা বাংলার উন্নয়ন নিয়ে

by Tiyasha Ghosh

মহানগর ডেস্ক: পশ্চিমবঙ্গের (West Bengal) রাজ্যপাল (Governor) হিসেবে শপথ গ্রহণের পরই শনিবার দিল্লিতে (Delhi) গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে সাক্ষাৎ করলেন সি ভি আনন্দ বোস (C V Ananda Bose)। জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথম দিনের সাক্ষাতেই বাংলার বেশ কিছু উন্নয়ন নিয়ে কথা বলেছেন নয়া দায়িত্বপ্রাপ্ত রাজ্যপাল।

রাজ্যপালের সরকারি টুইটার অ্যাকাউন্ট থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠকের ছবি পোস্ট করে লেখা হয়েছে, ‘ডঃ বোস, প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলার উন্নয়ন নিয়ে তাঁর স্বপ্নের কথা ভাগ করে নিয়েছেন।’ যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞমহল।

জানা যাচ্ছে, রাজ্যপালের এই রাজধানী সফরে প্রধানমন্ত্রীর পাশাপাশি সাক্ষাৎ হতে পারে রাষ্ট্রপতি এবং কেন্দ্রীয় বেশ কিছু মন্ত্রীর সঙ্গেও। কতদিনের দিল্লি সফরে তিনি গিয়েছেন? তা জানা যায়নি। তবে এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

রাজ্যপাল সি ভি আনন্দ বোস দিল্লি সফরে যাওয়ার আগে অর্থাৎ শনিবার সকালে তাঁর সরকারি টুইটার অ্যাকাউন্ট থেকে লেখা হয়, ‘আমি বাংলার মানুষকে স্যালুট করছি। আই স্যালুট দ্য পিপল অফ বেঙ্গল।’ এরপর দু পাতার একটি ছবি পোস্ট তিনি করেন।

You may also like