মহানগর ডেস্ক: আজ বুধবার রাজ্যপাল ( West Bengal Governor ) পদে শপথ গ্রহণ করলেন সি ভি আনন্দ (C. V. Ananda Bose)। তাঁকে দিয়ে শপথবাক্য পাঠ করালেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি। সকাল পৌনে ১১টা নাগাদ শুরু হয় শপথ গ্রহণের অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ও মেয়র ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মালা রায়-সহ বেশ কিছু তৃণমূল বিধায়কগণ।
এদিন নয়া রাজ্যপালের শপথ গ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধীও। দিন পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্ব নিয়ে সি ভি আনন্দ বলেন, বাংলার সঙ্গে আমার সম্পর্ক বহুদিনের। আমি আমার কর্মজীবন শুরু করেছিলাম এই বাংলা থেকেই। কলকাতা স্টেট ব্যাঙ্কে আমি বহু বছর চাকরি করেছি।
এছাড়াও তাঁর মুখে বাংলা সাহিত্য নিয়ে একাধিক সুনাম শোনা যায়। তিনি বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত… আমি কথা দিচ্ছি, এখানে থেকে প্রতিদিন করে আমি অন্তত একটা বাংলা শব্দ শিখব। ‘