মহানগর ডেস্ক: মনের সুখে ক্যাডবেরিতে কামড় দেওয়ার দিন কি এবার শেষ হতে চলেছে? বাচ্চা থেকে সববয়েসের প্রিয় ক্যাডবেরিকে এবার বয়কটের তালিকাভুক্ত (Cadbury Boycott) করার তোড়জোড় শুরু হচ্ছে? এই মিষ্টি স্বাদের চকোলেট বিফ থেকে বিফের নির্যাস (Derived From Beef) দিয়ে তৈরি করা হয়. যা হিন্দু ধর্মে ( Hurting Hindu Sentiment) আঘাত করা হচ্ছে বলে অভিযোগ ওঠায় শোরগোল শুরু হয়েছে। হিন্দু ধর্মাবলম্বীদের আবেগে আঘাতের কারণে সিনেমা,সেলিব্রিটি, পোশাক আশাকের ব্র্যান্ড এবং বিজ্ঞাপনে ক্যাডবেরি বয়কট শুরু হয়েছে। আর এই প্রবণতা ধীরে ধীরে গ্রাস করছে জনপ্রিয় কনফেকশনারি আইটেমটিকে। সোশ্যাল মিডিয়ায় একটি ওয়েব পেজের স্ক্রিনশট শেয়ার করা হয়েছে। যা ভাইরাল হওয়ার পর প্রশ্নের মুখে ক্যাডবেরির বাজার।
সোশ্যাল মিডিয়ায় ক্যাডবেরিকে নিয়ে ওয়েবপেজ পোস্ট করা হয়েছে তাতে জানানো হয়েছে ক্যাডবেরি জানিয়েছে তাদের প্রোডাক্ট হালালের শংসাপত্র পাওয়া বিফের নির্যাস থেকে তৈরি করা হয়ে থাকে। আর তারপর থেকই ধীরে ধীরে শুরু হয়েছে ক্যাডবেরি বয়কটের প্রবণতা। তবে ঘটনা হল ওই স্ক্রিনশটটি অস্ট্রেলিয়ার ব্র্যান্ডের পুরনো স্ক্রিনশট। গতবছরও এই একই দাবি তোলা হয়েছিল। এবার সেই ওয়েবসাইটে পোস্টটি আপডেট করা হয়েছে যাতে মনে হচ্ছে সেটি অস্ট্রেলিয়ার ক্যাডবেরি সংস্থার। এর আগে যখন এ নিয়ে প্রশ্ন উঠেছিল তখন তারা দাবি করেছিল ভারতে তৈরি হওয়া তৈরি হওয়া ক্যাডবেরি পুরোপুরি নিরামিষ। প্রোডাক্টের প্যাকে সে কথা লেখা রয়েছে। তবে সাম্প্রতিককালের বয়কট নিয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি ক্যাডবেরি সংস্থার। তবে ইতিমধ্যেই ক্যাডবেরি বর্জনের হিড়িক শুরু হতে চলেছে এদেশে। পোশাক আশাক থেকে অনেককিছুতেই সেই হিড়িক চোখে পড়ছে। তবে কি মনের সুখে ক্যাডবেরিতে কামড় দেওয়ার দিন এবার শেষ হতে চলেছে, প্রশ্ন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।