মহানগর ডেস্ক: টেট চাকরি প্রার্থীরা আর গান্ধীমূর্তির পাদদেশে ধর্নায় বসতে পারবেন না, জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এদিন চাকরিপ্রার্থীদের তরফ থেকে ধর্নার অনুমতি চেয়ে আদালতে আবেদন করা হয়েছিল, আর সেই আবেদনেই এদিন সাড়া দিলেন না বিচারপতি হিরন্ময় ভট্টাচার্য।
গত ১৬ সেপ্টেম্বর ধর্নার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন চাকরিপ্রার্থীরা। তখন বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চের তরফ থেকে পাঁচ দিনের জন্য এই কর্মসূচির অনুমতি দেওয়া হয়েছিল। সেই সময়সীমা শেষ হয়ে যায় গত ২১ সেপ্টেম্বর। এরপর ফের এদিন ধর্না চালিয়ে যাওয়ার অনুমতি চেয়ে, আদালতের দারস্ত হয়েছিলেন ২০১৪ সালের টেট চাকরিপ্রার্থীরা।
প্রথমে ২০১৪ সালের টেট চাকরিপ্রার্থীরা গান্ধীমূর্তির তলায় ধর্না কর্মসূচি করতে চেয়ে পুলিশের কাছে অনুমতি চেয়েছিল। পুলিশ সেই অনুমতি দেয়নি। তারপর চাকরিপ্রার্থীরা সে সময় দ্বারস্থ হন উচ্চ আদালতের। প্রাথমিকভাবে আদালত পাঁচ দিনের অনুমতি দিলেও, আজ সেই ধর্নার অনুমতি বাতিল করে দিলেন বিচারপতি।
বিচারপতি এদিন বলেন, চাকরিপ্রার্থীদের ধর্নার কর্মসূচি চালিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা থাকলেও চাকরিপ্রার্থীরা পাঁচ দিনের জন্য কেন বসেছিলেন? সেই সময় আদালতের এই সাময়িক ধর্নায় বসার সিঙ্গল বেঞ্চের আগের রায়কে আবেদনকারীরা চ্যালেঞ্জ করতে পারতেন। তা না করে ফের অনুমতি চাওয়া হচ্ছে। এর পরই টেট চাকরিপ্রার্থীদের আবেদন খারিজ করে দেয় উচ্চ আদালত।